তাপসের বিরুদ্ধে গিয়ে অন্তরা এবং আর্যর বিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করল বাণী!
Автор: Upshi Serial Update
Загружено: 2026-01-14
Просмотров: 63814
#OMorDorodiya #ওমোরদরদিয়া #স্টারজলসা #bengaliserial
তাপসের বিরুদ্ধে গিয়ে অন্তরা এবং আর্যর বিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করল বাণী, বাণীর প্রতিজ্ঞার বিপক্ষে পাল্টা চাল দিল তাপস।
শুরুতেই আমরা অনিরুদ্ধ এবং তানিয়া কে বাগানে খেলতে দেখতে পাই, আর অন্যদিকে বান্টি নয়নতারার পা টিপছিল এবং নয়ন তারা বিড়বিড় করে বলছিল এভাবে সব সত্যি কখনো সামনে আসবে আমি তো ভাবতেও পারিনি।
পরের সিনে শ্যামলী একটা সাইকেল নিয়ে আসে তানিয়ার জন্য যা দেখে তানিয়া অনেক খুশি হয়। এরপর সেখানে বাণী তানিয়ার জন্য খাবার নিয়ে আসে আর সাইকেলটা দেখতে পেয়ে সে শ্যামলীকে বলে এত টাকা সে কোথায় পেল। তখন শ্যামলী জানায় তার জমানো বেশ কিছু টাকা ছিল সেগুলো দিয়ে সে তানিয়ার সাইকেল এনেছে। টাকার চেয়ে তানিয়ার খুশি তার কাছে বড়।
অন্যদিকে নয়নতারা এবং বান্টি সবটা খেয়াল করে এবং তাদের হিংসা হতে থাকে। পরবর্তীতে নয়ন তারা বান্টি কে বলে তানিয়ার সাইকেলের ব্রেকটা কেটে দেওয়ার জন্য। এরপর আমাদের দেখানো হয় বাণী তানিয়াকে খাবার খাওয়া ছিল আর ঠিক সেই সুযোগে পাল্টে গিয়ে সাইকেলের ব্রেকের তারটা কেটে দিয়ে আসে।
💳 Credits :-
The Picture & Video Credits belong to the respective owner : Star Jalsha Channel & Novi Digital India.
All the information provided on this channel is for educational purposes only.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: