জয় কে কিডন্যাপ করল ইকবাল মামা।😢 পিচি বউ | পর্ব ১৫ | রুদ্র সিয়াম | নারাটন সামির |
Автор: NarraTone SAMIR
Загружено: 2025-12-09
Просмотров: 1042
পিচি বউ | পর্ব ১৫ | রুদ্র সিয়াম |
ভালোবাসা, অভিমান আর স্বপ্নের এক নতুন গল্প।নারাটোন সামির-এর কণ্ঠে শোনো হৃদয় ছোঁয়া রোমান্স ও টুইস্টে ভরা এই পর্ব। 💖📌
লেখা : আমাকে কিডন্যাপ করা হয়েছে। দড়ি দিয়ে হাত পা বেধে রাখা হয়েছে। মুখ কালো কাপড়ে ঢাকা তাই কিছু দেখতে পারছি না। হঠাৎ একজন কালো কাপড় সড়িয়ে দিল। তীব্র আলো এসে পড়লো চোখে। চোখ পিট পিট করে খুলে দেখি।
সামনে ইকবাল মামা দাড়িয়ে আছে। উনার পেছনে ৪জন গুন্ডা যারা আমাকে কিডন্যাপ করেছিল।
আমি অবাক হয়ে বললাম, মামা। আপনি?
মামা বললেন, এই জিল্লু মাল দে।
তার পাশের গুন্ডা বলে উঠলো, আমার নাম জিল্লু না।
ঠাস করে গুন্ডার গালে থাপ্পড় মারলেন মামা। গুন্ডা এখন গাল ধরে আছে বা হাত দিয়ে।
মামা বললেন, এটা কি কোন কমেডি মুভি? না এটা একটা সাইকো মুভি। আর এই মুভির ভিলেন আমি।
আরেকগুন্ডা বলে উঠলো, বাহ বস কি সুন্দর ডায়লগ বলেছেন।
ইকবাল মামা মহাবিরক্ত হয়ে আঙুল ঠোটের কাছে এনে বললেন, সাইলেন্ট।
গুন্ডাটা বলল, এটা তো পুরা বরবাদ মুভি নকল করলেন আপনি।
ইকবাল বলল, বাদ দে তোর মুভি। মুভিতে যদি সাকিব খান নায়ক হয়। তবে এই গল্পে আমি ভিলেন।
গুন্ডা বলল, বাট এই গল্পে তো সাকিব খান নাই। তাকে কি ভাড়া করে নিয়ে আসবো?
ইকবাল মা বললেন, বাচালের দল চুপ। এই জিল্লু মাল দে।
এক গুন্ডা ইকবাল মামার হাতে পান ধরিয়ে দিলেন। ইকবাল সেটা মুখে দিল।
ইকবাল আমাকে বলল, তোর বাপের নাম্বার বল। তোকে কিডন্যাপ করেছি তোর বাপের থেকে টাকা খাব তাই। আর এখন হবে প্রতিশোধ। তোর পিঠেও আমি চেয়ার দিয়ে মারবো। যেরকম আমায় মেরেছিল আর তোর বাপের টাকা মাইরা দিমু। এটাই প্লান। উনার শরীরে মারলে তো কষ্ট পাবে না। বাট টাকা গেলে কষ্ট পাবে।
আমি নাম্বার বলে দিলাম। ওপাশ থেকে আব্বু ফোন ধরতেই বলল, তোমার ফোন বন্ধ কেন জয়। তুমি কই? জেরিন হাসপাতালে ভর্তি। তাকে তার মামা ছুড়ি মেরেছে। আমরা সি.সি ক্যমেরায় দেখেছি।
রাগ উঠে গেল আমার মামা জেরিনকে মেরেছে কত বড় সাহস উনার। আমার হাতে যে রিং পড়ি (সেটা চুড়ির মতো কিন্তু লোহার ধাধালো আছে একটু) সেটা দিয়ে হাতের বাধন খুলে ফেললাম। চেয়ার থেকে উঠে বসলাম। এক লাথি দিয়ে চেয়ার ফেলে দিলাম।
মামা এক গুন্ডাকে ইশারা দিতেই গুন্ডা তাকে ছুড়ি বের করে হাতে দিল। এখন আমি আর মামা সামনাসামনি। লড়াই করতে প্রস্তুত। মামা দৌড়ে ছুড়ি দিয়ে আমাকে মারতে আসছেন.......
#পিচ্চি_বউ_১৫
গল্প: রুদ্র সিয়াম🎙️
কণ্ঠ: নারাটোন সামির📺
লেখক: রুদ্র_সিয়াম
সম্পূর্ণ সিরিজ দেখার জন্য সাবস্ক্রাইব করো এবং
নোটিফিকেশন অন রাখো!
#পিচ্চি বউ
#গল্প
#NarraToneSamir
#LoveStory
#BanglaAudiobook
#romanticgolpo
#rudrosiyam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: