ব্যাংকে টাকা না রেখে ওলের চাকি চাষ করুন! ৬ মাসে ২ লাখ টাকা আয়ের উপায়
Автор: কৃষি কথা
Загружено: 2025-12-12
Просмотров: 3431
৩ বিঘা জমিতে মাত্র ৬ মাসে ২ লাখ+ টাকা লাভ – ওলের চাকি চাষ করে কীভাবে সফল হয়েছেন সাতক্ষীরা জেলার নগরঘাটা গ্রামের কৃষক জিয়াদ আলী গাজী চাচা, তার সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতা দেখা যাবে আজকের এই ভিডিওতে।
তিনি গত ৬–৭ বছর ধরে বাণিজ্যিকভাবে ওলের চাকি চাষ করছেন এবং প্রায় ৫ বছর ধরে একই ৩ বিঘা জমিতে ধারাবাহিকভাবে এই ফসল করছেন। এই প্রতিবেদনে তিনি বিস্তারিত জানিয়েছেন –
• জমি নির্বাচন ও প্রস্তুতি
• কোন ধরনের মাটি ও জমি দরকার
• কত টাকা ইনভেস্ট করতে হবে
• গোটা বীজ, দূরত্ব, সার ব্যবস্থাপনা
• ৬ মাসে ফসল তোলা ও সংরক্ষণ পদ্ধতি
• এক সিজনে মোট বিক্রি ৪ লক্ষ টাকার মতো হলে বাস্তবে কত লাভ থাকে
• ঝুঁকি, পোকা–মাকড়, রোগবালাই ও তা থেকে বাঁচার উপায়
পুরো প্রতিবেদন জুড়ে আছেন উপস্থাপক শেখ শরীফ হাসান, ক্যামেরায় আসাদুজ্জামান, এবং আপনাদের প্রিয় চ্যানেল “কৃষি কথা”।
________________________________________
🔍 ভিডিওতে যা যা থাকছে
✅ জিয়াদ আলী গাজী চাচার বাস্তব অভিজ্ঞতা – ব্যবসা করতে গিয়ে অন্য জেলায় ওলের চাকি দেখে চাষে আগ্রহী হওয়ার গল্প
✅ গত ৬–৭ বছরের ওলের চাকি চাষের পথচলা
✅ ৩ বিঘা জমিতে ধারাবাহিকভাবে ওলের চাকি চাষের রহস্য
✅ শুরুর ইনভেস্ট থেকে লাভ হওয়া পর্যন্ত পুরো হিসাব
✅ কেন তিনি এই চাষকে “ব্যাংকে টাকা রেখে দেওয়ার মতো ব্যবসা” মনে করেন
________________________________________
🌱 জমি, মাটি ও জমি নির্বাচন
👉 পুকুর খননের উর্বর মাটি থাকলে সবচেয়ে ভালো
👉 সম্ভব না হলে যেকোনো ভালো মানের দোআঁশ/উর্বর জমিও চলবে
👉 উঁচু জমি বাধ্যতামূলক – কোথাও পানি আটকে থাকা যাবে না
👉 জমিতে পানি দাঁড়ালে ওলের চাকি পচে যায়, পোকা ধরে – তাই পানি নিষ্কাশন খুব গুরুত্বপূর্ণ
________________________________________
🔧 জমি প্রস্তুতি ও সার ব্যবস্থাপনা
• বড় পাওয়ার টিলার দিয়ে ৪–৫ বার চাষ দিতে হয়
• শেষ চাষে গোবরের সার + রাসায়নিক সার মিশিয়ে দিতে হয়
জমির চাহিদা অনুযায়ী প্রতি বিঘায় প্রায়:
• পটাস সার – ৫০ কেজির ৩ বস্তা
• ফসফেট সার – ৫০ কেজির ৫ বস্তা
• ইউরিয়া – ৫০ কেজির ১ বস্তা
• শিকড় প্লাস – ২০ কেজি, দুইবারে ১০+১০ কেজি
________________________________________
🥔 বীজ (গোটা) ও দূরত্ব
• ওলের মুখি রোপণের পরে যে গোটা তৈরি হয়, সেটাকেই বীজ হিসেবে ব্যবহার করা হয়
• প্রতি বিঘা জমিতে লাগে ১০ মন গোটা
• ৩ বিঘার জন্য মোট লাগে ৩০ মন গোটা
💰 বীজের দাম:
• প্রতি মন গোটা ৪,০০০ – ৬,০০০ টাকা
📏 দূরত্ব:
• একটি গোটা থেকে আরেকটির দূরত্ব ≈ ১ ফুট
• একটি বেড থেকে আরেকটি বেডের দূরত্ব ≈ ২ ফুট
________________________________________
🌿 চারা গজানো ও পরিচর্যা
• মাটিতে যদি ভালো রস থাকে, তবে ১৫–২০ দিনের মধ্যে গোটা থেকে চারা বের হয়
• চারা বের হওয়ার পরে:
o দুইবার ঘাস মারা ঔষধ স্প্রে করতে হয় দুই বেডের মাঝ দিয়ে
o তারপরও যদি ঘাস থাকে, তখন শ্রমিক দিয়ে হাত দিয়ে ঘাস নিঙিয়ে/উঠিয়ে ফেলতে হয়
________________________________________
💧 সেচ ব্যবস্থা
• অনেকে বৈশাখ মাসে রোপণ করে, কেউ জ্যৈষ্ঠ মাসেও রোপণ করে
• বৈশাখে রোপণ করলে বৃষ্টি না থাকলে ১ বার সেচ দিতে হয়
• নিয়মিত পানি দাঁড়িয়ে থাকা যাবে না – পানি নেমে যাবে এমন জমিই উপযুক্ত
________________________________________
⏱ ফসলের সময়কাল ও হারভেস্ট
• ওলের চাকি চাষ মোটামুটি ৬ মাসের ফসল
• ভালো জমি ও মাটি হলে ৬ মাস খেতে থাকে, খারাপ হলে প্রায় ৫ মাসেই গাছ মারা যায়
• গাছ মারা গেলে কোদাল দিয়ে গাছের গোড়া ধরে ওলের চাকি হারভেস্ট করা হয়
🧺 হারভেস্টের পর –
1. প্রথমে এক সপ্তাহ মাঠেই মাটি সহ রেখে শুকানো
2. পরে ভালোভাবে শুকিয়ে একটি ভালো জায়গায় সংরক্ষণ
3. প্রায় ২–২.৫ মাস পর বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়
ব্যবসায়ীরা আবার সেই ওলের চাকিগুলো কৃষকদের জমিতে রোপণ করার জন্য বিক্রি করেন, তারপর সেগুলো বড় ওল হিসেবে বাজারজাত হয়।
________________________________________
💰 ৩ বিঘা জমিতে ওলের চাকি চাষের আয়–ব্যয়ের হিসাব
🟢 মোট খরচ (৩ বিঘা):
• জমি চাষ
• গোটা বীজ
• সার ও কীটনাশক
• শ্রম খরচ
👉 মোট আনুমানিক ইনভেস্ট ≈ ১.৫ লক্ষ টাকা (দেড় লক্ষ)
🟢 মোট বিক্রি (ভাল ফলনে):
👉 আনুমানিক ৪ লক্ষ টাকার ওলের চাকি বিক্রি
🟢 সম্ভাব্য লাভ (৬ মাসে):
👉 খরচ বাদ দিয়ে প্রায় ২ লক্ষ টাকা
(মাঝেমধ্যে আরও বেশি/কম হতে পারে – ফলন, দাম ও আবহাওয়ার উপর নির্ভর করে)
জিয়াদ আলী গাজীর ভাষায় –
➡ “মোটামুটি ভালো লাভবান আছি এই ওলের চাকি চাষে”
________________________________________
⚡ বিশেষ সুবিধা (ওলের চাকি চাষ)
• মাত্র ৬ মাসে চাষ শেষ – দ্রুত ক্যাশ ইন
• অল্প সময়ে লাভজনক ও নির্দিষ্ট ইনকাম
• একবার এই চাষ শুরু করলে অনেকেই আর বাদ দিতে চান না
• তিনি এই চাষকে তুলনা করেন –
👉 “ব্যাংকে টাকা রেখে দেওয়ার মতো – শেষে একবারে টাকা পাওয়া যায়।”
________________________________________
⚠ ঝুঁকি ও রোগবালাই
• ওলের চাকিতে পোকা/রোগ আক্রমণ করলে অনেক ক্ষতি হয়ে যায়
• গাছ ওপরে ভালো দেখা গেলেও নীচে গোটা পচে যেতে পারে বা পোকা খেয়েও ফেলতে পারে
• পাতা লাল হওয়া, শিকড় দ্রুত নরম হয়ে যাওয়ায় বোঝা যায় সমস্যা হয়েছে
• তাই জমিতে পানি আটকানো, বেশি আর্দ্রতা – এগুলো থেকে সাবধান থাকতে হবে
________________________________________
👨🌾 কৃষকের পরিচয়
• নাম: জিয়াদ আলী গাজী
• পেশা: বাণিজ্যিক ওলের চাকি চাষি
• ঠিকানা: নগরঘাটা গ্রাম, পাটকেলঘাটা উপজেলা, সাতক্ষীরা জেলা
________________________________________
⚠ গুরুত্বপূর্ণ পরামর্শ
শুধু ভিডিও দেখে কোনো চাষ বা ব্যবসা শুরু করবেন না।
আপনার এলাকার –
• কৃষি অফিস/উপসহকারী কৃষি কর্মকর্তা
• অভিজ্ঞ স্থানীয় কৃষক
📡 আমাদের সাথে যুক্ত থাকুন:
YouTube (কৃষি কথা): / কৃষিকথা
Facebook: / krishikothaofficial
Email: [email protected]
Contact: ০১৭৯৯৯০৯১২২
#কৃষিকথা #ওলেরচাকিচাষ #ওলচাষ #বাংলাদেশকৃষি #সাতক্ষীরাকৃষক #কমখরচেবেশিলাভ #yamfarming #rootcrop #krishi_kotha
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: