Sabitri Roy - সাবিত্রী রায় | Ayub Bacchu | LRB | Lyrics Video
Автор: Gan Bangla Lyrics
Загружено: 2020-03-13
Просмотров: 48240
Best Online Jewellery Shop - https://www.karukormo.com
Ayub Baccu All song - • Ayub Baccu | LRB
Sabitri Roy
Ayub Bachchu
বরাবরই আমি দূরন্ত খুব, ভীষণ বাঁধনহারা
আমার ভয়ে কাতর যেন, সেই বনগ্রামপাড়া
বাড়ির কারো শাসন বারণ, মানতাম না তো মোটে
বুকের ভেতর লাগামবিহীন বলগা হরিণ ছোটে
কিশোর মনের ভাবনাগুলো আবেগপ্রবণ এতো
হাজার রঙের স্বপ্ন বুনে প্রহর কেটে যেতো
হঠাৎ বুকের বাম দিকটাতে কিসের যেন মায়া
একটা পুতুল, মায়ার পুতুল ফেললো সেখানে ছায়া
প্রতিমার মত চাঁদমুখ তাঁর, দু'চোখে লাজুক সকাল
নুপুর পায়ে ভীরু চলন, হাসিতে সূর্য আড়াল
অস্থিরতার সবকটা ক্ষণ দিলাম সঁপে তাঁকে
আমার ভেতর অন্য আমি, নিজেকে লুকিয়ে রাখে
প্রেম প্রেম সুখে বিভোর নয়ন
স্বপ্নে সে মুখ ভাসে
এতো কাছে পেয়ে পাই না তারে, যুদ্ধ জয়ের মাসে
আমি আর সে পাশাপাশি থাকি, পাশাপাশি ঘরবাড়ি
জানালায় বসে প্রতি সন্ধ্যাতে দীর্ঘশ্বাস ছাড়ি
চোখে চোখে হয় কথা বিনিময়, সাবিত্রী রায় নামে
গড়েছি বুকে তাজমহল এক, অবুঝ প্রেমের দামে
ক্লাস সেভেনের বইয়ে চোখ রেখে, তাঁর খোলা
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: