মাতাল হয়েছি প্রেমের সরাব খেয়েছি! পাপ্পু ফকির! রাজু!সজল
Автор: সাধুকতা🙏
Загружено: 2025-09-06
Просмотров: 12434
তাল হারা এক বেতালা
মন হইয়াছে উতলা
উদর ভরিয়া প্রেমের শরাব খেয়েছি
মাতাল হইয়াছি, আমি মাতাল হইয়াছি ।।
খেয়েছি প্রেমের শরাব
আমার কীসের অভাব
বাংলার নবাব আমি সেজে গেছি
কখন আসে মীরজাফর
ভয়ে কাপে এই অন্তর
এই হালে দিন আমি কাটাইতেছি
মাতাল হইয়াছি, আমি মাতাল হইয়াছি ।।
শরাবের ভিতরে দেখেছি যারে
তার ছবি আমি আকিতেছি
পেলে তার দরশন ছাড়িবো না দু'চরণ
মনে প্রানে আমি আশা করেছি
মাতাল হইয়াছি, আমি মাতাল হইয়াছি
আমি মাতাল হইয়াছি, দয়ালের প্রেমে পড়েছি ।।
শ্বেত পাথরের গেলাশ ভরে
দেরে শরাব দে আমারে
আমি যে প্রেম সাগরে ঝাপ দিয়েছি
আলো আর অন্ধকার
কীসের আমার দরকার
কয় সালাম সরকার
আমি আমার মতে চলেছি
মাতাল হইয়াছি, আমি মাতাল হইয়াছি
আমি মাতাল হইয়াছি, দয়ালের প্রেমে পড়েছি ।।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: