এতোদিনে পেয়েছি যে আমি | Atodina Payacy Ja Tomay | Slow & Revarb| Sagor Hosen
Автор: Pro Mix Zone
Загружено: 2025-12-26
Просмотров: 39
এতোদিনে পেয়েছি যে আমি | Atodina Payacy Ja Tomay | Slow & Revarb
Plase Subscrib
/ @promixzone
#sadsongs #song #music #banglasong #newsong #banglanewsong
এতোদিনে পেয়েছি যে আমি
সেই তোমারই দেখা
হারাতে দেবো না তোমায়
আসুক যতই বাঁধা
যতনে রেখেছি তোমায়
এই মনেরই মনি কোঠায়
কখনো ভুলো না আমায়
ভালোবাসি তোমায়
ভালোবেসে যাবো
জনম জনমে সাথী হবো...।।
জীবন আমার হলো রঙ্গিন
যখনই দু'হাত বাড়ালে
স্বর্গেরই সুখ পাই যে আমি
সামনে তুমি দাঁড়ালে....।।
অনুভবের চাদরে
শুধু তোমায় জড়াবো
ভালোবাসি তোমায়
ভালোবেসে যাবো
জনম জনমে সাথী হবো...।।
তোমারই মুখ ছুঁয়ে ছুঁয়ে
ডুবেছি অথৈ স্বপনে
ভালোবাসার এই অনুরাগ
ছড়াও সারা ভুবনে....।।
বেঁচে থাকবো যতদিন
শুধু তোমারই রবো
ভালোবাসি তোমায়
ভালোবেসে যাবো
জনম জনমে সাথী হবো...।।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: