দোতারার কারখানা বদলে দিলো ভাগ্য| BANGLA VOICE| DOTARA
Автор: Bangla Voice
Загружено: 2024-12-06
Просмотров: 543
দোতারা। লোকজ বাদ্যযন্ত্রের একটি। বাংলাদেশ এবং পশ্চিম বাংলায় বহুল ব্যবহৃত বাদ্যযন্ত্র দোতারা তৈরির কারখানার সন্ধান দেবো আজ। একইসাথে জানাবো দরদামও।
১৫শ ও ১৬শ শতকের সময় থেকেই বাংলার বাউল ফকিররা তাঁদের গানের সঙ্গে ব্যবহার করছেন এই বাদ্যযন্ত্র।
কাঠের ফ্রেমের সঙ্গে বাঁধা তার। টানটান তারে চুটকি আর আঙুলের পরশে ভেসে আসে মাতাল করা মাটির সুর৷
বলছি প্রাচীন কাল ধরে আবহমান বাংলার শিল্প, সাহিত্য সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা বাদ্যযন্ত্র দোতারার কথা।
সময়ের পরিক্রমায় সংগীতচর্চার পাশাপাশি বাদ্যযন্ত্রে পরিবর্তন হলেও এতোটুকু কমেনি দোতারার আবেদন।
দুই যুগেরও বেশী সময় ধরে মাটির গন্ধমাখা শেকড়ের সুর তুলে জীবিকা নির্বাহের অবলম্বন হিসেবে দোতারার কারখানা গড়ে তুলেছেন আতাউর-রুবি দম্পতি।
শুরুর গল্পটাও ভীন্ন। ভালো মানের দোতারা না পেয়ে নিজেই একটি দোতারা তৈরি করেন দোতারা বাদক আতাউর রহমান। সেই থেকে সহধর্মীনী, রংপুর বেতারের ভাওয়াইয়া শিল্পী চাঁন রুবির সহায়তায় দোতারা তৈরি আর বাজারজাত শুরু। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের।
ছোট, বড়, মাঝারী নানা আকার আর বাহারী ডিজাইনের দোতারায় ঠাসা আতাউর রহমানের বাড়িটি এলাকায় দোতারার বাড়ি হিসেবে পরিচিতি পেয়েছে বেশ আগে থেকেই।
ভাওয়াইয়ার জনপদ রংপুর ছাড়াও আশেপাশের জেলা, রাজধানী ঢাকা এমনকি লালনের ভিটে কুষ্টিয়াতেও জায়গা করে নিয়েছে আতাউর রহমান আর চাঁন রুবি দম্পতির কারখানায় তৈরি দোতারা। এক হাজার-বারোশো থেকে আকার ও ডিজাইনভেদে সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি করছেন একেকটি দোতারা।
প্রতিমাসে প্রায় পাঁচশ দোতারা বেচাকেনা করেন তারা। তাদের দাবী দেশের দোতারার চাহিদার একটা বড় অংশই পূরণ করেন তারা। নিজেদের পাশাপাশি এলাকার বেকার তরুণরাও দোতারার এই কারখানায় কাজ করে স্বাবলম্বী হবার পথ খুঁজে নিয়েছেন।
সংগীত শিল্পীরা বলছেন, লোকগানের সঙ্গে প্রাচীন বাদ্যযন্ত্র দোতারার যোগ অবিচ্ছেদ্য৷ সংগীতচর্চা ও বাদ্যযন্ত্রে পরিবর্তন ঘটলেও দোতারার মতো লোকবাদ্যের আবেদন নি:শেষ হবে না কখনোই।
গাইবান্ধার সাদুল্লাপুর ও রংপুরের পীরগঞ্জের সীমন্তবর্তী দশমৌজা পানেয়া গ্রামে ১৯৯৪ সাল থেকে চার প্রকারের দোতারা ও সারিন্দা তৈরি করছেন আতাউর রহমান ও চাঁন রুবি বেগম। দোতারা কিনতে হলে গাইবান্ধার সাদুল্যাপুর থেকে মাদারগঞ্জ হয়ে যাওয়া যাবে আতাউর রহমানের কারখানায়। ঢাকা-রংপুর মহাসড়কের বড়দরগাহ বাসস্ট্যান্ড থেকে মাদারগঞ্জ বাজার থেকে দোতারার কারখানা আরো কাছে।
#দোতারা #bangla_voice #দোতারার_সুর #লোকসংগীত #দোতারা #bangla_voice #দোতারার_সুর #বাউলগান #বাঙালি_সংস্কৃতি #বাংলার_সংস্কৃতি #লোকসংগীত
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: