গার্মেন্টস প্রতিষ্ঠান গুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে কেন ?
Автор: Habibur Rahman
Загружено: 2025-12-07
Просмотров: 23
একের পর এক বাংলাদেশের স্বনামধন্য কারখানা গুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা সকলে মিলে এই ব্যাপারটা নিয়ে কোন ধরণের সম্মিলিত চিন্তা কিন্তু কেউই করছিনা। একটা কারখানা বন্ধ মানেই আপদ বিদায় হল বলে অনেকেই মনে করছি।
বাংলাদেশের পোশাক শিল্প এক সময় ছিল স্থির, নিশ্চিন্ত ও পূর্বানুমানযোগ্য। ব্র্যান্ডরা অর্ডার দিত, আমরা উৎপাদন করতাম, বিশ্ববাজারে আমাদের অবস্থানও ছিল বেশ দৃঢ়। কিন্তু গত দুই তিন বছরে বৈশ্বিক সাপ্লাই চেইন, প্রযুক্তি, গ্রাহক আচরণ, ভূরাজনীতি ও ব্র্যান্ড–কৌশলের এমন দ্রুত পরিবর্তন ঘটেছে—যার ফলে পুরোনো সমস্যাগুলোর চেয়ে নতুন বাস্তবতা আমাদের শিল্পকে অনেক বেশি বিপদে ফেলেছে। আমরা পরিচিত সমস্যাগুলো সামলাতে অভ্যস্ত, কিন্তু এখন যে নতুন সংকট গুলো মাথাচাড়া দিয়ে উঠেছে, তার প্রতিটিই শিল্পকে অন্য পথে ঠেলে দিচ্ছে।
এই সংকটগুলোর অনেক গুলোই কিন্তু আগে উল্লেখযোগ্য হারে ছিল না।
🟦 ব্র্যান্ডদের জিরো-স্টক নীতি,
🟦 AI-চালিত ডিমান্ড শিফট,
🟦 ফ্রেন্ডশোরিং–চায়না ভিয়েতনাম সহযোগিতা,
🟦 কস্ট ট্রান্সপারেন্সি টুল,
🟦 অতি দ্রুত ফ্যাশন লাইফসাইকেল,
🟦 ESG রাজনীতি,
🟦 বৈশ্বিক ক্রয়ক্ষমতার পতন,
🟦 টেকনোলজি-ড্রিভেন ফ্যাশনে রূপান্তর ।
এগুলো এমন হঠাৎই এসে পড়েছে যে, আমাদের কারখানা, ব্যবস্থাপনা, পরিকল্পনা, মার্চেন্ডাইজিং, সাপ্লাই চেইন - কেউই প্রস্তুত ছিল না। যে বাস্তবতায় আগে আমরা টিকে থাকতে পারতাম, এখন সেই নিয়মগুলো আর কাজ করছে না। আজকের মূল চ্যালেঞ্জ হলো—আমরা যে পৃথিবীকে ধরে নিয়েছিলাম, তা আর সেই পৃথিবী নেই।
এই নতুন সমস্যাগুলো কিন্তু শুধু চ্যালেঞ্জ নয়, এগুলো আমাদের এক গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দেয়।
রেডিমেড গার্মেন্টস শিল্পটি আর আগের মতো সস্তা শ্রম, বড় ফ্যাক্টরি আর অভ্যাসগত কাজের উপর নির্ভর করে টিকে থাকতে পারবে না।
আমরা যদি এই নতুন বাস্তবতাগুলো দ্রুত শনাক্ত না করি, বিশ্লেষণ না করি এবং সিদ্ধান্ত না নেই, তাহলে সমস্যা বাড়বে, প্রতিযোগী দেশগুলো এগিয়ে যাবে, আর আমাদের শিল্প অচিরেই গভীর সংকটে পড়বে।
এই সকল নতুন সংকটই এখন বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ নির্ধারণের আলোচিত ঘটনা, এগুলো বুঝতে পারলে পথ দেখা যাবে, আর না বুঝলে হারিয়ে যাবে শিল্পের প্রতিযোগিতা ও স্থিতিশীলতা।
#সবার_আগে_বাংলাদেশ #bangladesh #rmg #sustainability #tarrif
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: