মোবাইল সার্ভিসিং কোর্স ২০২৪। মোবাইল সার্ভিসিং শিখে মাখে লক্ষ টাকা আয় করুন। নিজের ক্যারিয়ার গড়ুন।
Автор: Rubel Technical Institute
Загружено: 2024-07-03
Просмотров: 7613
মোবাইলের সার্ভিসিং শিখে মাসে লক্ষ টাকা আয় করার সুযোগ😱🔥মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সেন্টার।
সম্পূর্ণ কোর্সের সময়: ৪০দিন।🕟
যদি কোন স্টুডেন্ট ৩০ থেকে ৪০ দিনে মধ্যে কোর্স সম্পূর্ণ করতে না পারে।সে ক্ষেত্রে আরও সময় দেওয়া হবে ।❤️
⭐ ডিসকাউন্ট অফারে এখন বেসিক এন্ড এডভান্স লেভেল ফুল কোর্স ফি 25 হাজার টাকা মাত্র। ⭐
✅ থাকা ফ্রি। খাবারের সু ব্যবস্থা আছে - মাসে ৩৫০০ টাকা।
***আলহামদুলিল্লাহ আমাদের নেক্সট ব্যাচ ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে শুরু হবে। আগে থেকে সিট বুকিং করতে হবে ২০০০ টাকা দিয়ে। পরবর্তীতে কোর্স ফি থেকে দুই হাজার টাকা কেটে নেওয়া হবে।
ছাত্রদের হ্যান্ড স্ক্রিল পরীক্ষা করার জন্য প্রত্যেক স্টুডেন্টদেরকে রানিং মোবাইল এবং মাদারবোর্ড দেওয়া হবে ইনশাআল্লাহ।👍
***মোবাইল সার্ভিসিং বেসিক এন্ড এডভান্স লেভেল কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য ⬇️
✅বেসিক লেভেল কাজের বিবরণ: Android+iPhone টুলস এর পরিচয়, পার্টসের পরিচয়, সহজে সব মোবাইল খোলার নিয়ম, ডিসপ্লে, গ্লাস, ব্যাটারি, বেক্সেল, চার্জিং পোর্ট, ছোটখাটো সব ধরনের মোবাইলের কাজ খুব সহজে শিখানো হবে।আরো থাকবে ডিজিটাল মিটার ও পাওয়ার সাপ্লাই ব্যবহার করার নিয়ম ইনশাআল্লাহ।
✅অ্যাডভান্স লেভেলের কাজের বিবরণ Android +iPhone:
➡️ডায়াগ্রাম মাধ্যমিক কাজ শিখানো হবে।
➡️ সমস্যা সনাক্ত করার টেকনিক।
➡️ Android অ্যাডভান্স লেবেল power ic, অডিও আইসি, লাইটিং আইসি, নেটওয়ার্ক আইসি, CPU, EMMC, UFS সিঙ্গেল যত আইসি খুব সহজে রিবোলিং পদ্ধতি শেখানো হবে এবং কম্পনেন্ট এর পরিচয় ভালো করে শেখানো হবে ইনশাআল্লাহ।
➡️ iPhone আইসি লেবেল শুধু CPU+RAM থাকবে না, এছাড়া সব আইসি সহজে রিবোলিং পদ্ধতি শেখানো হবে ইনশাআল্লাহ।
✅মার্কেটের ঠিকানা:
RT Phone servicing centre
Police Plaza Concord Shopping Mall
Level #4, Shop#509, Gulshan-1, Dhaka-1212
ঢাকা হাতিরঝিলের পাশে/ গুলশান -১
✅ট্রেনিং সেন্টারের ঠিকানা :
RT Mobile repair And training centre
( ঢাকা হাতিরঝিলের পাশে)দক্ষিণ বাড্ডা তীতাস রোড ➡️মামুন নূরের জামে মসজিদ।
(ওরফে মিন্টু ভাইয়ের বিল্ডিং)
👍আরো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন।
personal / WhatsApp and imo: 01312-504665
#mobile #mobilerepairing #mobilerepair
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: