আর কি আমার সাধু দরোশন হবে (Lyrics)। Lalon Geeti। দিনা মন্ডল
Автор: জয় সুন্দর - Joy Sundar
Загружено: 2025-09-29
Просмотров: 450
আর কি আমার সাধু দরোশন হবে
পদকর্তাঃ ফকির লালন সাঁই
বিষয়ঃ সাধকদেশ
কন্ঠ বাহকঃ দিনা মন্ডল
“আর কি আমার সাধু দরোশন হবে” ফকির লালন সাঁইজীর এক হৃদয়স্পর্শী গান, যা মূলত সাধকদেশ ও আধ্যাত্মিক আকাঙ্ক্ষার প্রতিফলন। লালনের গানগুলোতে প্রায়ই দেখা যায়—মানুষের জীবনে সত্যিকার পথপ্রদর্শক হলেন সাধু-গুরু, যাঁর সান্নিধ্যে এসে সাধক আত্মার মুক্তি ও সত্যের সন্ধান পায়। এই গানে সেই প্রশ্নই উচ্চারিত হয়েছে—জীবনের ক্ষণস্থায়িত্বে কি আর সাধু দর্শনের সৌভাগ্য হবে?
লালনের দর্শন অনুযায়ী, সাধুর দর্শন মানে শুধু বাহ্যিক দেখা নয়, বরং অন্তরের শুদ্ধতা, আত্মজিজ্ঞাসা ও ঈশ্বরচেতনায় প্রবেশ। তাঁর এই গান শিষ্য-গুরু সম্পর্ক, ভক্তি ও আধ্যাত্মিক আকাঙ্ক্ষার এক দার্শনিক দলিল।
দিনা মন্ডলের কণ্ঠে পরিবেশিত গানটি সহজ-সরল অথচ গভীর আবেগে ভরপুর। তাঁর কণ্ঠে উঠে এসেছে ভক্তি ও প্রত্যাশার এক আন্তরিক সুর, যা শ্রোতার মনে সাধু দর্শনের আকুলতাকে আরও প্রবল করে তোলে।
👉 ইউটিউবে প্রকাশিত এই পরিবেশনা তাই কেবল সংগীত শোনার আনন্দ নয়, বরং লালনের গুরু-তত্ত্ব ও আধ্যাত্মিক ভাবনার গভীরে ডুব দেওয়ার একটি সুযোগ।
#জয়_সুন্দর
#ফকিরি_গান
#লালনগীতি
Videography:Arafat Rony
We've only published this live performance and edited the video a little bit to display the known information on the screen.
lyrics and music composition that are used in this performance are owned by its respective owners and we really appreciate them.
We would like to give the credit to the singer, musicians, Event organizer, lyricist, sound operator, light man and all the persons and service provider who were associated with this live performance.
If any issue please contact to our channel through Comment Box
" জয় সুন্দর - Joy Sundar "
বাংলা তথা উপমহাদেশের বাউল ও লোকগানের ধারায় অনুপ্রাণিত একটি নাম।দুই বাংলার নানান অজো পাড়াগাঁয়ে ছড়িয়ে থাকা লোকসঙ্গীতকে নানানভাবে সংগ্রহের মাধ্যমে তা সবার সাথে ভাগ করে নেয়াই আমাদের মূল লক্ষ্য ও প্রয়াস।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: