কিছুক্ষণ কোন আল্লাহওয়ালার নিকট বসা লক্ষ বছরের নফল ইবাদতের চাইতেও বেশি দামী। ঢালকানগর হযরতওয়ালার বয়ান
Автор: Voice of AhleHaque
Загружено: 2025-09-29
Просмотров: 1660
==================================================================
Connect with us for any query :
01916576442 (WhatsApp)
============================================================
ঢালকানগর হযরতওয়ালা-তরজুমানে আকাবির আরেফবিল্লাহ শায়খুল হাদীস শায়খুল উলামা হযরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম এর সকল বয়ান শুনতে নিচের লিংকে ক্লিক করুন।
https://shorturl.at/bfz35
ঢালকানগর হযরতওয়ালার কবিতাসমগ্র শুনতে- https://shorturl.at/mnJP3
Aref Billah Hazrat Mawlana Shah Tayeb Ashraf Saheb Damat Barakatohum-আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ্ তৈয়্যেব আশরাফ সাহেব বারাকাতুহুম এর বয়ান শুনতে- https://shorturl.at/goLNS
মুফতী সৈয়দ রেজাউল করিম সাহেব দা.বা, পীর সাহেব হুজুর চরমোনাই এর বয়ান- https://shorturl.at/cdkF1
মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম-পীর সাহেব,ডি.আই.টি।- https://shorturl.at/nyDU8
আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী হুজুর দামাত বারাকাতুহুম এর বয়ান শুনতে- https://shorturl.at/kuyF5
হাকিমুন নফস মুফতী মুসতাকুন্নবী সাহেব দামাত বারাকাতুহুম এর বয়ান শুনতে- https://shorturl.at/glxF6
==================================================================
সম্মানিত শ্রোতাদের জ্ঞাতার্থে জরুরী কিছু বিষয় :
আমাদের এই চ্যানেলটিতে মনিটাইজেশন অফ করা আছে। যাতে করে নসিহত চলাকালীন কোন এ্যাড এসে আপনার মনোযোগে বিঘ্ন ঘটাতে না পারে। তাছাড়া অনেকে নজর হেফাজত করে নসিহত শুনতে চান ইউটিউব থেকে। কিন্তু এ্যাড চালু থাকলে অনেক সময়ই বেগানা মহিলাদের এ্যাড চলে আসে যার কারনে আমরা এটাকে স্ট্রিকলি বন্ধ করে রেখেছি। তাই আপনারা গুনাহ্ মুক্ত থেকে বয়ান শুনতে পারবেন এই চ্যানেল থেকে ইনশাআল্লাহ।
আমাদের আকাবিরে দ্বীনদের মধ্যে অনেকেই ছবি তোলা ও ভিডিও করাকে অপছন্দ করেন। যার কারনে তাদের ভিডিও কিংবা স্টিল ছবি ধারণ করা হয় না। তাছাড়া তাদের নির্দেশও তা। তাই হযরতদের লাইভ ভিডিও না হলেও বয়ানসমূহ কিন্তু খুবই স্পষ্ট ও গুরুত্বপূর্ণ। তাছাড়া বয়ানইতো আমাদের উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে অমূল্য বয়ান ও নসিহতপূর্ণ কবিতা সমূহ শ্রবণ করার তৌফিক দান করুন। আমিন।
==================================================================
অনেকেই ঢালকানগর হযরতওয়ালার ঠিকানা চান তাদের জন্য- আপনি যদি কমলাপুর থেকে আসেন তাহলে নারায়ণগঞ্জগামী ট্রেনে করে গেন্ডারিয়া রেল স্টেশন নামবেন। সেখান থেকে রিক্সায় অথবা হেটে যেতে পারবেন। ঢালকানগর ছাপড়া মসজিদ। আর যদি গুলিস্তান থেকে আসতে চান তাহলে যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠতে দক্ষিন দিকে জুড়াইন রেললাইনের কিছু লেগুনা চলে সেগুলো দিয়েও গেন্ডারিয়া রেল স্টেশন যেতে পারবেন।
হযরতওয়ালা প্রতি ইংরেজী মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বাদ এশা মাসিক ইজতেমায় বয়ান করেন। প্রতি মঙ্গলবারে বাদ আসর সাপ্তাহিক মজলিশ হয়। তাছাড়া প্রতি জুমআর আগে পরেও বয়ান করেন।
==== ঢালকানগর হযরতওয়ালা দা.বা. এর সংক্ষিপ্ত জীবনী====
নামঃ মোহাম্মদ আবদুল মতীন।
পিতার নামঃ হোসাইন।
সন্তানঃ ২ ছেলে তিন মেয়ে।
খলিফাঃ হযরত মাওলানা শাহ হাকিম মুহাম্মাদ আখতার (রহঃ)
এদেশের হক্কানী সিলসিলার যে সকল পীর-মাশায়েখ উম্মতের এসলাহে বাতেনির লক্ষ্যে নিরসল সাধনা করছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন মাওলানা আবদুল মতীন বিন হুসাইন ছাহেব দামাত বারাকাতুহুম। তাসাউফ ও তরীকতের পুণ্যময় জগতের রাহবার আরেফবিল্লাহ্ হযরত মাওলানা শাহ মুহাম্মদ আখতার ছাহেব রহ্. এর বিশিষ্ট খলিফা। খানকাহে চিশতিয়া এমদাদিয়া আশরাফিয়া ঢালকাগনরের পরিচালক। স্বীয় মুর্শিদ নিজ শায়েখের নামে প্রতিষ্ঠিত নির্মানাধীন ’জামিয়া হাকীমুল উম্মত ও গুলশানে আখতার কমপ্লেক্স’-এর স্বপ্নদষ্টা ও প্রতিষ্ঠাতা। তাজকিয়া ও তাসাউফের মেহনতের পাশাপাশি তিনি এলমে হাদীসের খেদমতের সাথেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বোখারী শরীফের দরস দিচ্ছেন জামিয়া রাব্বানিয়ায়। ঢালকানগর বাইতুন নূরসহ আরও কয়েকটি মাদরাসার সাথে যুক্ত আছেন। তিনি হযরত শাইখুল হাদীস হযরত মাওলানা আজীজুল হক ছাহেব রহ্. এর ভক্ত, অনুরক্ত ও খাস শাগরেদ।
============================================================
আল্লাহ্ পাকের সন্তুষ্ঠি অর্জন ও সঠিক দ্বীন প্রচারের নিয়্যতে বেশি বেশি শেয়ার দিন। যেন আল্লাহ আপনাকে আমাকে এই উছিলায় মাফ করে দেন। অসীম নেকি হাসিলে আপনিও অংশগ্রহন করুন।
#KhanqahBD
#ShahAbdulMatinBinHusain
#EslahiBoyanBD
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: