||বাসন্তীগন্ধা||হৃদয়ছোঁয়া গল্প ||আমি তোর থেকে পুরো দেড় মিনিটের বড়ো। বড়ো ভাই হই তোর।" কথা সেখানে না
Автор: Golpo Premi
Загружено: 2024-09-13
Просмотров: 14169
||বাসন্তীগন্ধা||হৃদয়ছোঁয়া গল্প ||আমি তোর থেকে পুরো দেড় মিনিটের বড়ো। বড়ো ভাই হই তোর।" কথা সেখানে না।#Heart Touching story #Bangla short story
#লাবিবা ওয়াহিদ
আমার এক বিটকেল ভাই আছে। আমারই বয়সী। ভুল বললাম, আমার থেকে মাত্র দেড় মিনিটের বড়ো। এই দেড় মিনিটের বড়ো হয়ে সে দুনিয়া উলটে ফেলেছে। সাথে উলটিয়েছে আমার মস্তিষ্কের সব রক্তচাপ। উঠতে, বসতে এক ভাষণ শুনিয়েছে। ভাষণ শুনানোর মাঝে মাস্ট তাঁর দুটো বাক্য থাকবেই। "আমি তোর থেকে পুরো দেড় মিনিটের বড়ো। বড়ো ভাই হই তোর।" কথা সেখানে না। আমার এই দেড় মিনিটের বড়ো হয়ে খোঁচা মারা ভাইটা ফ্লার্ট করায় অভিজ্ঞ। ক্লাস টেনে থাকতে স্কুলের এমন একটা মেয়েকে সে বাদ রাখেনি যার সাথে সে ফ্লার্ট করেনি। স্কুলের প্রতিটা দরজা, জানালা, ফ্লোর আর দেয়াল জানতো ওর ফ্লার্ট করার ইতিহাস। ওর ইতিহাসের নমুনাস্বরূপ টেস্ট পরীক্ষায় গিয়ে ডিম পেলো। মানে ফেইল। প্রিন্সিপালের এত হাত-পা ধরলো ওরে পাশ করিয়ে দেয়ার জন্যে। কিন্তু কোনোরকম ভাবেই প্রিন্সিপাল রাজি হলো না।
আমার বাবা, চাচারাও যায়নি প্রিন্সিপালের মুখোমুখি হয়ে ছেলের পাশ করানোর কথা বলতে। তাদের ভাষ্যমতে পড়ার মতো পড়লে ঠিক-ই পাশ করতো।
।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: