মৌলভীবাজারের হাইল হাওরের জীবন | হাইল হাওরের প্রশান্তি
Автор: Jonaki BD
Загружено: 2024-03-08
Просмотров: 159
হাইল হাওর সিলেটের মৌলভীবাজার জেলার সদর ও শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা জুড়ে বিস্তৃত।
এতে রয়েছে ১৪ টি বিল এবং পানি নিস্কাশনের ১৩ টি নালা।এই হাওরটির মোট আয়তন ১০ হাজার হেক্টর যার ৪ হাজার হেক্টর প্লাবন ভূমি
৪ হাজার ৫১৭ হেক্টর হাওর
১ হাজার ৪০০ হেক্টর বিল
৪০ হেক্টর খাল এবং ৫০ হেক্টর নদী।
হাইল হাওরে আছে বিভিন্ন প্রজাতির পাখি ও অন্যান্য প্রাণী দেখা যায় এখানে। এদের মধ্যে কুড়া পাখি প্রধান।
হাইল হাওরে পূর্বে ৯৮ প্রজাতির মাছের আবস থাকলেও বর্তমানে এদের মধ্যে ২১ প্রজাতি পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে এবং আরো ১১ প্রজাতির মাছ বিলুপ্তপ্রায়। বিলুপ্ত হয়ে যাওয়া মাছগুলো হলো বাচা ঘারুয়া ছেপচালা বাঘাইড় ঢেলা রিটা বাঁশপাতা রানী নাফতানি নাপিত কই তারা বাইম বামোশ বড় বাইম তিতপুঁটি নামা চান্দা একথুটি চাকা শ্বেত সিংগি শ্বেত মাগুর মাছ। পক্ষান্তরে বিলুপ্তপ্রায় মাছগুলো হলো পাবদা আইড় বেদা মিনি ফলি গজার গুলশা দাড়কিনি চিতল টাটকিনি ও তারা বাইন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: