সাকসেশন সার্টিফিকেট কি? আদালত থেকে সাকসেশন সার্টিফিকেট কি ভাবে নিবেন?উত্তরাধিকার সনদ।উত্তরাধিকার আইন
Автор: সহজ আইন
Загружено: 2021-06-18
Просмотров: 26018
প্রিয় দর্শক,
আমি এই পর্বের মাধ্যমে আলোচনা করেছি সাকসেশন সার্টিফিকেট কি? কিভাবে আদালত থেকে সাকসেশন সার্টিফিকেট নেওয়া যায়।
সাকসেশন পেপার যাকে বাংলায় উত্তরাধিকার সনদ বলা হয় । উত্তরাধিকার সনদ হচ্ছে কোনো মৃত ব্যক্তির উত্তরাধিকার বা ওয়ারিশ কতজন এবং মৃত ব্যক্তির রেখে যাওয়া অর্থ কে কতটুকু পাবেন, সে সম্পর্কে আদালত থেকে জারি করা একটি সনদ। এ সনদ শুধু মৃত ব্যক্তির অর্থসংক্রান্ত বিষয়ের সম্পর্কে বক্তব্য দেওয়া হয়ে থাকে, জমিজমা সংক্রান্ত বিষয়ে কিছু বলা থাকে না।
উত্তরাধিকার সনদ মূলত কি কি কাজে লাগে ?
মৃত ব্যক্তির ব্যংকে জমানো টাকা উত্তোলন করতে
মৃত ব্যক্তির পেনশনের টাকা উত্তোলন করতে
মৃত ব্যক্তির নামে থাকে কোম্পানির স্টোক/শেয়ার
কীভাবে সাকসেশন পেপারের জন্য আবেদন করতে হয়ঃ
১. এজন্য এখতিয়ারধিন জেলা জজ কর্টে গিয়ে একজন আইনজীবীর মাধ্যমে সাকসেশন পেপারের জন্য আরজি দাখিলের মাধ্যমে আবেদন করতে হবে ২. আদালতে আবেদন করার পর আদালত আবেদনকারীর জবানবন্দি গ্রহন করবেন এবং আবেদনের সততা যাচাই করবেন ৩. পরবর্তী সময়ে আদালত সন্তুষ্ট হলে আবেদনকারীকে আদালতে নির্দিষ্ট কোর্ট ফি জমা দেওয়ার জন্য আদেশ দিবেন
৪. কোর্ট ফি জমা দেওয়া হলে পরে আদালত আবেদনকারীকে সাকসেশন সনদ প্রদান করবেন
কোর্ট ফি কত টাকাঃ
সাকসেশন মোকদ্দমা : সাকসেশন উত্তরাধিকার মোকদ্দমায় ২০,০০০ টাকা পর্যন্ত ফ্রি। পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত ১% এবং পরবর্তী ১৫,০০,০০০ টাকা পর্যন্ত্ম ২%। যেমন : কোনো মোকদ্দমার তায়দাদ ধরি ১৫,০০,০০০ টাকা। এর কোর্ট ফি হবে ১৫,০০,০০০ টাকার ২%=৩০,০০০ টাকা ৩০,০০০ টাকার ১৫%= ৪,৫০০ টাকা
৫. কোর্ট ফি জমা দিলে এবং আদালত সন্তুষ্ট হলে আপনাকে সাকসেশন সনদ দেওয়া হবে
তবে সাধারনত সাকসেশন সনদ পেতে ৩ মাস থেকে ৬ মাস পর্যন্ত সময় লাগতে পারে
#সাকসেশনসার্টিফিকেট #উত্তরাধিকারসনদ
Contact Information
Phone No- 01671-043256
Email- [email protected]
Face book Page Link- / shohozain
Instagram Link- / advocatelemon
Twitter Link- / advocatelemon
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: