গিয়েছিলাম পাহাড়, বিল, পুকুর আর জাফলং এর পথে একদিন | Nature Travel Vlog Bangladesh
Автор: Fardin Cool vlogs
Загружено: 2025-12-08
Просмотров: 182
“এই ভ্রমণের পথে যতটা দেখেছি, তার থেকেও বেশি অনুভব করেছি... প্রকৃতির রূপ যেনো চোখের সামনে আঁকা এক জীবন্ত ছবি। জাফলং-এর পাহাড়, নদী, ঝরনা আর সীমান্তের ওপারে ভারতের পাহাড়ি ঘরবাড়ি — সব মিলিয়ে মনে হচ্ছিলো যেনো পৃথিবীর এক শান্ততম কোণে চলে এসেছি।
এই জায়গাগুলোর প্রতিটা মুহূর্তে ছিলো একটুখানি গল্প, একটুখানি আবেগ।কখনও নৌকার দুলুনিতে, কখনও ঝরনার ঠান্ডা পানিতে, আবার কখনও কুয়াশায় ভেজা পাহাড়ের নীরবতায় — সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি।
ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, মনকে নতুন করে ছুঁয়ে যাওয়া।
জাফলং আমাকে ঠিক সেটাই শিখিয়েছে — সময় যদি একটু বের করা যায়, প্রকৃতি তোমাকে আপন করে নেবে।
আর ভিডিওর শেষ প্রান্তে এসে বলতে হয়— এখনো কিছু সুন্দর মুহূর্ত বাকি, কিছু অপূর্ণ দৃশ্য রয়ে গেছে ক্যামেরায় বন্দি করার জন্য…তাই পরের পর্বে দেখা হবে আরও কিছু অনাবিষ্কৃত সৌন্দর্য নিয়ে।
তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।পরবর্তী ভ্রমণে আবার দেখা হবে নতুন জায়গা, নতুন গল্প নিয়ে।”
BACKGROUND MUSIC CREDIT BY :
NCS VLOG
Song: Xad - Birds (Vlog No Copyright Music)
Music provided by Vlog No Copyright Music.
Video Link: • Xad - Birds (Vlog No C...
BACKGROUND MUSIC CREDIT BY :
NCS VLOG
Song: Fredji - Blue Sky (Vlog No Copyright Music)
Music provided by Vlog No Copyright Music.
Video Link: • Fredji - Blue Sky (Vlo...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: