Shajo Shundori Konya(সাজো সুন্দরী কন্যা)| Dance Cover | Retwika Dance Academy - RDA
Автор: Retwika Dance Academy - RDA
Загружено: 2024-02-21
Просмотров: 8156
Choreographed by : Retwika Sinha
Song : Shajo Shundori Konya(সাজো সুন্দরী কন্যা)
বিয়ে বাড়ির একটি বিশেষ আকর্ষণীয় পর্ব হল কনেকে সাজানো। ধনী থেকে দরিদ্র সকলেই চায় তাদের আদরের কনেকে নিজেদের সাধ্যমতো জিনিস পত্র দিয়ে সাজিয়ে গুছিয়ে বিয়ের আসরে উপস্থাপন করতে। কিছুকাল পূর্ব অবধি যা ছিল সেটা হলো আত্মীয় কুটুম্ব মেয়ে বউরা তাদের আদরের কনেকে সবাই মিলে আনন্দ করে সাজিয়ে তুলতো নতুন বৌয়ের সাজে। সঙ্গে অবশ্যই থাকতো সাজানোর অনুসঙ্গ ও সাজানোর মূহুর্তের বিভিন্নজনের অংশগ্রহণের ভূমিকা নিয়ে গান। আর যারা কনেকে সাজানোর কাজটি করেন তারা নিজেরাই এইধরণের গান পরিবেশন করতে করতে সবাই মিলে আনন্দে মেতে কনেকে বিয়ের সাজে সাজিয়ে তোলেন। বিশেষ করে গ্রামীণ সমাজের পরিমন্ডলে কনেকে সাজানোর সঙ্গে সঙ্গে গানের প্রচলন আজও পরিলক্ষিত হয় সমানভাবে ।
#Sajosundarikonya #shajo #sundari #konya #konesajanor #gaan #biyergaan
Lyrics :
সাজো সুন্দরী কইন্যা
সাজো বিয়ার সাজে,
মলিন কেন চাঁদ-মুখ খানি
মরো কেন লাজে ।।
কালো ক্যাশে নীল সাগরের
ঢেউ দিবো তুলিয়া,
নকশা আঁইকা দিব তাতে
স্বর্ণ আদল দিয়া ।।
চন্দ্রমুখীর চান কপালে
চন্দনের দাও টিপ,
আসমানে ওই জ্বলে যেমন
লক্ষ তারার দীপ ।।
নাকে পিন্দাও নোলক ব্যাসর
কানে ঝুমকা দুল,
দামান মিঞা দেইখ্যা ঐ মুখ
হই যেন আকুল ।।
গলায় দোলাও চন্দ্রহার
হাতে কঙ্কন বালা,
রূপবতীর রূপের ছটায়
আন্ধার ঘর উজালা ।।
অঙ্গে কইন্যা জড়াও ঝলমল
রামধনু রং শাড়ি,
মেহেন্দি রাঙ্গা পায়ে রুমঝুম
মল দিবো তোমারি ।।
শিরে পায়ে গয়নাতে লও
যেন সোনার টিয়া,
রুপ যে কইন্যার ফাইট্টা পড়ে
ঘোমটার উপর দিয়া ।।
তাড়াতাড়ি আনো দেখি
ভরা ফুলের ডালা
বিনা সুতায় গাঁইথা দিবো
প্রেম পীরিতির মালা ।।
সেই মালাতে বদল হবে
দুইজনার-ই মন
পালন আর পলাতে দেখো
কী মধুর মিলন ।।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: