নার্সারি পুকুরে অধিক উৎপাদন পওয়ার জন্য কি করবেন (What Should be Done for Better Production of Fish)
Автор: AABD64
Загружено: 2024-02-19
Просмотров: 8181
নার্সারি পুকুরে অধিক উৎপাদন পওয়ার জন্য কি করবেন (What Should be Done for Better Production of Fish)
#মাছেরপোনাপ্রতিপালন #modernfishculture #লাভজনকমাছচাষপদ্ধতি #পুকুরেমাছচাষপদ্ধতি
ইউটিউবে হাজারো ভূল তথ্য প্রচারণার মধ্যে সঠিক তথ্য প্রচারে অঙ্গিকারা বদ্ধ
★★★ সু-প্রিয় দর্শক ভিডিওটি আপানার ভাল লাগলে অনুগ্রহ করে লাইক দিবেন ★★★ কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত যা আমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে। ★★★ নিয়মিত মাছচাষ বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকোনটিকে ক্লিক করুন যাতে আমাদের আপলোডকৃত ভিডিওর বিষয়ে নোঠিশ পেতে পারেন। ★★★ চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ★★★ উপস্থাপিত তথ্য আপনার মাছচাষে কিঞ্চিত ইতি বাচক ভূমিকা রাখলে আমাদের প্রচেষ্টা সর্থক হবে।
My FB Page : / tofazahamed64
এচ্যানেলে ২৫৫ টির অধিক মাছচাষের বিভিন্ন প্রযুক্তির ওপর ভিডিও আছে প্লে-লিস্টে গিয়ে পছন্দমত ভিডিও দেখতে পারেন।
সম্পর্কযুক্ত ভিডিও
• রেণু ছাড়ার আগে নার্সারি পুকুর উত্তমভাবে প্...
চ্যানেলের যে কোন ভিডিও দেখতে এ লিং এ ক্লিক করুন / aabd64 .
পুকুরে রেণু অবমুক্ত এর পর করণীয় কার্যক্রম
রেণু ছাড়ার সময় কোন খাবার দিতে হবে না
সন্ধায় শিদ্ধ ডিম এর কুশুম পানিতে গুলিয়ে দিতে হবে
রাত্রে আবার অক্সিজেন ট্যাবলেট দিতে হবে
পরের দিন সকালে আবার ডিমের কুশুম এবং আটা গোলা মিশিয়ে পুকুরের কিনার দিয়ে ছিটিয়ে দিতে হবে
মাছের প্রজাতি অনুযায়ী দিনে ২-৪ বার খাবার দিতে হবে
৩য় দিন হতে ভাল মানের পাউডার খাবার ভিজিয়ে প্রয়োগ করতে হবে
তবে কার্পজাতীয় মাছের ক্ষেত্রে সরিষার খৈল ভিজানো পানিও দেয়া যেতে পারে।
১০-১২ দিন পর হতে সরিষাল খৈলের পানির সাথে মিহি কুড়া মিশিয়ে দেয়া যেতে পারে
সরিষার খৈল এবং পাউডার খাবার দুটয় একত্রে দেয়া যায়
অথবা এ সময় পাউডার খাবার পানির উপরে ছিটিয়ে দেয়া যেতে পারে
রেণু চাষের মাঝে ইস্ট মোলাসেস ও মিহি কুড়ার জুস ব্যবহার করলে জুপ্লাংটন তৈরি হবে যা খাবার খরচ কমাবে
নার্সারি পুকুরের পানির রং হালকা সবুজ রাখতেই হবে
অনেক নার্সারার আছেন যারা পোনা চাষের পুকুরে সার প্রয়োগ করেন না তারা মনে করেন সার দিলে পোনা নরম হয়ে যায় কথা ঠিক
যারা নিয়মিত জাল টান দিয়ে পোনা বিক্রয় করেন তাদের ক্ষেত্রে পুকুরে সার না দেয়ায় ভাল
তবে যারা ২-৩ মাস চাষ করবেন বা নিজের জন্য পোনা তৈরি করছেন তাঁরা সার প্রয়োগ করতে পারেন এ ক্ষেত্রে শতকে ২০০ গ্রাম টিএসপি ও ৫০ গ্রাম ইউরিয়া দেয়া যেতে পারে
যারা সার দেন না তাঁরা খাবার বাড়িয়ে দিয়ে অথবা সরিষার খৈল প্রয়োগ করে পানি সবুজ রাখতে হবে
মূল কথা পানি সবুজ রাখতে হবে তা হলে পোনার বাচার হার বেশি হবে এবং পোনা ভাল থাকবে
অনেক সময় ১ কেজি রেণুতে কত পরিমাণ পোনা হয়েছে চাষি বুঝতে পারেন না তখন পোনার পুকুরে অক্সিজেন ঘাটতি হতে দেখা যায়
এ জন্য আবহাওয়া খারাপ থাকলে অক্সিজেন ট্যাবলেট দেয়া ভাল
রেণু পোনা যে পুকুরে প্রথম ছাড়া হয় সেখান থেকে কাটায় করে একাধিক প্রক্ররে বিভক্ত করে দিলে পোনার বৃদ্ধি যেমন দ্রুত হয় তেমনি সংখ্যাও বেশি পাওয়া যায়
কাটায় করার মত পুকুর না থাকলে ধানি হিসেবে বিক্রয় করে দিয়ে হলেও পোনার সংখ্যা কমিয়ে দিতে হবে
পোনার পুকুরে যেহেতু ভাল মানের খাবার দেয়া হয় সে জন্য পুকুরে হাস পোকা হতে দেখা যায় হাস পোকা পোনার পেট কেটে দেয় এতে পোনা মারা যায় এ জন্য চাষ চলা কালে ১০-১২ দিন পরপর ডিজেল বা কেরসিন বা সুমিয়িনে প্রয়েগ করা যেতে পারে।
পোনার পুকুরে শিকারী পাখি দমন করার জন্য পুকুরের উপরে নেট দেয়া যেতে পারে
অনেক সময় পুকুরে ক্ষুদি পানা হয়ে স্তর পড়ে যেতে পারেএমন হলে সূর্যের আলো প্রবেশ করবে না ফলে পোনার ক্ষতি হতে পারে মাঝে মাঝে অপসারণ করতে হবে
মাসে একবার জীবাণু নাশক বিকেসি, সানশিউর, মাইক্রোনিল বা পন্ড ক্লিয়ার দিতে হবে
এ চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি কোনা না কোনভাবে উপকৃত হবেনই এটা নিশ্চিন্তে বলা যায়। এচ্যানেলের ভিডিওগুলো ভালভাবে বুজতে হলে ভিডিও টেনে টেনে নয় শেষ পর্যন্ত ধর্যসহকারে দেখতে হবে। এ চ্যানেলে প্রধানত মাছচাষের বিভন্ন আধুনিক পদ্ধতি নিয়ে দর্শকদের জন্য ভিডিও তৈরি করে থাকে।
মাছচাষ পদ্ধতিতে প্রতি নিয়ত পরিবর্তন ঘটছে। পরিবর্তনের এ ধারা বা নতুন বিষয়গুলোকেই অগ্রাধিকার দিয়ে এ চ্যানেলে প্রচার করা হয়ে থাকে। আমরা সফল চাষির সফলতা নয় তাঁর চাষ পদ্ধতি আপানদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এ চ্যানেলে বিক্রয়ের জন্য মাছের রেণ, পোনা বা মাছচাষের উপরণের প্রচাণা করা হয় না। মাছচাষে জড়িত ব্যাক্তিবর্গ থেকে প্রতিদিনিই মাছচাষ বিষয়ে নানা ধরনের প্রশ্ন কমেন্ট বক্সে করছেন আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে, শিক্ষা, দীর্ঘ দিনের কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা, সফল মাছচাষির মাছচাষের অিনুসরণীয় পদ্ধতি, যথাযথ তথ্য উপাত্ত সহকারে সে সব প্রশ্নের উত্তর দেয়ার চেস্টা করে থাকি। কারো মাছচাষের সফলতার থেকে মাছচাষের খুটি নাটি বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ভিডিও তৈরি করা হয় খুবই সহজ বোদ্ধ করে। একজন নতুন মাছচাষি কিভাবে মাছচাষে যুক্ত হয়ে সফলতা লাভ করবে তার সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা হয়ে থাকে। কোন প্রকার মাছচাষের উপকরণ বা পোনা বিক্রয় এর বিজ্ঞাপন প্রচারে এ চ্যানেল কাজ করে না। দর্শকের সকল প্রশ্ন সবসময় অগ্রাধীকার দিয়ে উত্তর প্রদান করা হয়ে থাকে।
বাংদেশের বিভিন্ন এলাকায় কাজ করার কারণে দেশের প্রায় সব অঞ্চলের মাছচাষের ওপর এচ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে এবং এলঅকা ভিত্তিক সফল মাচাষের পদ্ধতি দর্শকদের মাঝে তুলে ধরা হয়েছ্ সেহেতু আমরা চাষি ভায়ের মতামতকে বেশি গুরুত্ব দেয় এবং আমাদের সকল প্রয়াস কেবল চাষিকে উপকার করা এ জন্য আমাদের ভিডিওগুলো তাদের উযোগী করে তৈরি করা হয়েছে।
এচ্যানেলে চাষি ভাইদের প্রশ্ন থেকে জনগুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো বাছাই করে প্রশ্ন উত্তর বপর্ব বলে একটি নতুন উদ্বোগ নেয়া হয়েছে এবং আমাদের এ উত্তর গুলো চাষি ভায়েদের মাঝে বেশ সাড়া ফেলেছে বলে আমাদের মনে হয়েছে।
e-mail ID tofaz2010@gmail.com
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: