আসল রত্ন পাথরের মূল্য কেমন? Price of Natural Gemstone । Rashi Ratno রাশিরত্ন
Автор: Rashi Ratno রাশিরত্ন
Загружено: 2021-01-29
Просмотров: 72616
বাংলাদেশের ৪০ বছরের প্রতিষ্ঠিত সর্ববৃহৎ রত্ন পাথরের ব্র্যান্ড "রাশিরত্নে" পাচ্ছেন দেশের সর্ববৃহৎ রত্ন পাথরের কালেকশন যা কোন প্রকারের জ্যোতিষীর সাথে জড়িত নয়। পাথরে ভাগ্য বদলায় এমন বিশ্বাস বোকামি এবং আল্লাহ্র সাথে শিরক করা।
✅✅রত্ন পাথর ক্রয়ে মানুষ বেশী প্রতারিত হয় সস্তায় ভালো এবং দেখতে সুন্দর আসল পাথর কেনার লোভে। নকল পাথর দেখতে আসলের থেকেও বেশী সুন্দর এবং সস্তায় ভালো পাথর মানেই নকল।
✅✅পোস্টে কমেন্ট না করে তথ্য পেতে সরাসরি পাথরের ছবি কিংবা নাম ইনবক্স করুন।
✅✅আমাদের দেশে রত্ন পাথর ক্রয়ে মেয়েরা সবথেকে বেশী প্রতারণা এবং হয়রানীর শিকার হন। তাই রত্ন পাথর ক্রয়ে প্রতিষ্ঠানের দীর্ঘ সুনাম, আভিজাত্য এবং ঐতিহ্য খুবই গুরুত্বপূর্ণ।
✅✅আলহামদুলিল্লাহ্, বাংলাদেশে আমাদের রয়েছে ৩টি সফল ব্যবাসায়ী প্রতিষ্ঠান। ডায়মন্ড জুয়েলারির Diamond_Art, রত্ন পাথরের Rashi_Ratno এবং বুটিকস Ripple_Hub।
✅✅ফলে পাচ্ছেন #নকল_প্রমানে_লাইফ_টাইম_দ্বিগুণ_মূল্য_ফেরত গ্যারান্টি সহ বাংলাদেশের সর্ববৃহৎ রত্ন পাথরের কালেকশন হতে বিভিন্ন কোয়ালিটির #আসল_নকল_পাশাপাশি_রেখে_যাচাই করে পছন্দ এবং বাজেট অনুযায়ী ক্রয়ের সুযোগ।
✅✅সুরা "আর রহমানে" আল্লাহতালা তার নেয়ামত বুঝাতে সরাসরি মুক্তা, প্রবাল এবং রুবি পাথরের নাম উল্লেখ করেছেন। কিন্তু ভাগ্য বদলের কোন কথা উল্লেখ নেই।
✅✅ #সতর্কতাঃ জ্যোতিষ না দেখিয়ে, শোধন ও দিনক্ষণ না মেনে পাথর ব্যবহারে ক্ষতি হয় কিংবা আজমির শরিফের খাদেম/পাথর এ কথা গুলো সম্পূর্ণই ভণ্ডামি। আজমিরে তো গাইবি ভাবে পাথর পাওয়া যায়না। অন্যদিকে পৃথিবীর দামী সব রত্ন গুলো রাজা বাদশা থেকে শুরু করে বর্তমানে ইংল্যান্ডের রানী সহ সকল ধনীরা ব্যবহার করেন জ্যোতিষী ছাড়া। এসব ক্ষতির কথা বলে ভয় দেখানো হয় যেন আপনি কারো থেকে যাচাই করে পছন্দ অনুযায়ী পাথর ক্রয় করতে না পারেন।
✅✅#সতর্কতা_২ঃ বাজারে পাওয়া ৯৯% সার্টিফিকেটই নকল। পাথর নকল প্রমাণ হলে বিক্রেতা নিজেও সার্টিফিকেট দেখেই কিনেছেন বলে পার পেয়ে জান। ফলে সার্টিফিকেট আপনাকে উপকার না দিয়ে বিক্রেতাকে উপকার দিয়ে থাকে।
✅✅আমাদের ইউটিউব চ্যানেল #Rashi_Ratno_রাশিরত্ন
✅✅ফেসবুক পেজ www.facebook.com/rashiratnobd
✅✅অন্য সকল প্রতিষ্ঠানের পাথরের মূল্য যখন গোপন থাকে এবং কাস্টমারের আর্থিক অবস্থার উপর নির্ভর করে নির্ধারণ হয় তখন সারা বাংলাদেশে একমাত্র আমাদের প্রতিষ্ঠানের ওয়েব সাইটে প্রতিটা পাথরের মূল্য (www.rashiratno.com) পাচ্ছেন সবার জন্য উন্মুক্ত এবং ফিক্সড। ফলে কাস্টমারের আর্থিক অবস্থা দেখে মূল্য বৃদ্ধির কোন সুযোগ এখানে নেই।
✅✅থাকছে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রত্ন পাথর ক্রয়ের সুবিধা।
#Show_Room
Diamond Art & Rashi Ratno
শপ নং ৩২, লেভেল ২
ফরচুন শপিং মল, মালিবাগ
(মৌচাক মার্কেটের বিপরীতে)
Call: ☎️01971577343 & ☎️01711577343
#সাপ্তাহিক_ছুটি_বৃহস্পতিবার। শুক্র থেকে বুধ খোলা।
#আসল_রাশি_রত্ন_পাথর #Natural_Gemstone #আকিক_পাথর #Akik_Pathor #Tajmahal_Ajmeri_Gems_World_House #Rashi_Ratna_Pathor #Ratno_Pathar #Gomed_Pathor #গোমেদ_পাথর #Garnet_Stone #Nila_Pathor #ইন্দ্রনিলা_পাথর #Blue_Sapphire #Panna_pathor #পান্না_পাথর #Emerald_Stone #Ruby_Stone #রুবি_পাথর #Probal_Stone #রক্ত_প্রবাল_পাথর #Italian_Red_Coral #gems_jewellers #gems_stone #Gems #Gemstone_jewellery #stone #Gemstone_Healing #agate #gemstone_Shop_in_Bangladesh #diamond #ডায়মন্ড #amethyst #পদ্মণিলা #moonstone #opal #মুনস্টোন #natural_gemstone #turquoise #ফিরোজা #Rahsi_Ratno_রাশিরত্ন #রত্নপাথর
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: