আল্লাহর আরশ আসলে কি এবং আরশ কোথায় অবস্থান করে?
Автор: আলেক সাঁই
Загружено: 2021-05-18
Просмотров: 66
আল্লাহর আরশ আসলে কি এবং আরশ কোথায় অবস্থান করে?
==================================
==================================
#আরশ আরবি শব্দ যার অর্থ হলো সিংহাসন কিংবা বাদশাহর সিংহাসন। প্রচলিত ধারণা মতে আল্লাহ সাত আসমানের উপরে যে সিংহাসনে আসীন (বসে) হয়ে সৃষ্টিজগত পরিচালনা করছেন, সেই আসন বা সিংহাসনকে আরশ বলা হয়।
#প্রচলিত ধারণা অনুযায়ী আমরা এটাও বিশ্বাস করি যে মেরাজের রজনীতে রাসুল (সা:) যখন উর্ধ্ব আকাশে গমন করেন সফরসঙ্গী হিসাবে ছিলেন জিবরাইল (আ:)। রাসুল (সা:)-এর মেরাজের সফরসঙ্গী হিসাবে জিবরাইল (আ:) সিদরাতুলমুনতাহা পর্যন্ত পৌছানোর পর সামনে আর যেতে পারেননি। কারণ সিদরাতুলমুনতাহা অতিক্রম করার ক্ষমতা জিবরাঈল (আ:)-এর নেই। যদি তিনি সিদরাতুলমুনতাহা অতিক্রম করেন তাহলে তাঁর ডানাগুলো জ্বলে যাবে। তাই সিদরাতুলমুনতাহা হতে রাসুল (সা:) একা একা সাত আসমানে অবস্থিত আল্লাহর আরশে উপস্থিত হন।
#উপরে বর্ণিত বিষয় পর্যালোনা করলে এটা পরিষ্কার হয়ে যায় যে সাত আসমানে অবস্থিত আল্লাহর আরশে কাছে যাওয়া তো দুরের কথা, সাত আসমানেতেই যাওয়ার ক্ষমতা কোন ফেরেশতারই নেই। কারণ ফেরেশতাদের সর্দার জিবরাইল (আ:) হলেন মহা শক্তিশালী ও মহা ক্ষমতাধর ফেরেশতা (হুজুরদের সূরা নাজমের ৫নং আয়াতের অনুবাদ ও ব্যাখ্যানুযায়ী) হয়েও সিদরাতুলমুনতাহা অতিক্রম করে সাত আসমানে যেতে পারেননি। অন্য ফেরেশতাদের তো সাত আসমানে যাওয়ার প্রশ্নই আসে না সেখানে অন্য ফেরেশতারা আল্লাহর আরশের কাছে যাবেন কিভাবে?
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: