কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার - রজনীকান্ত সেন - Keu Nayan Mude Dekhe Alo
Автор: বিশাখদত্ত
Загружено: 2021-05-15
Просмотров: 138705
গানের নাম- ‘মিথ্যা মতভেদ’
কাব্যগ্রন্থঃ ‘অভয়া’ (১৯১০)
______________________________________
কেউ নয়ন মুদে দেখে আলো,
কেউ দেখে আঁধার।
কেউ বলে, ভাই, এক হাঁটু জল,
কেউ বলে সাঁতার।
কেউ বলে, ভাই, এলাম দেখে,
কেউ বলে, ভাই, ম’লাম ডেকে
কোন্ শাস্ত্রে কি রকম লেখে,
তত্ত্ব পাওয়া ভার।
কেউ বলে, সে পরম দয়াল,
কেউ বলে, সে বিষম ভয়াল,
কেউ বলে, সে ডাক্লে আসে,
কেউ কয় নির্ব্বিকার।
কেউ বলে সে গুণাতীত,
কেউ বলে সে গুণান্বিত,
কেউ বলে আধেয়,
আবার কেউ বলে আধার।
কেউ দেখে তা’য় করাল কালী,
কেউ বা দেখে বনমালী,
কেউ বা তারে স্থুল দেখে,
কেউ ভাবে নিরাকার।
কান্ত বলে, দেখ্ রে বুঝে,
রাখ্ বিতর্ক ট্যাঁকে গুঁজে ;.
‘এটা নয়, সে ওটা’,
—এ সিদ্ধান্ত চমৎকার!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: