একদিনেই ঘুরলাম চেরাপুঞ্জির এতগুলো সুন্দর জায়গা I Beautiful places of Cherrapunji I Meghalaya I EP 2
Автор: AL Masud Journeys
Загружено: 2023-09-07
Просмотров: 26794
ঘুরতে তো আমাদের সবারই ভালো লাগে। এমন কোথাও কি আপনার ঘুরতে ইচ্ছে করে যেখানে পাহাড়ের বুকের সবুজ আপনার চোখ জুড়িয়ে দেবে, বাধাহীন চঞ্চল সব ঝর্ণা আপনার সামনে ছুটে যাবে। আবার সেই ঝর্নার ফাকে উকি দেবে রংধনু। মেঘ আর বৃষ্টি হুট করে ছুয়ে যাবে আপনাকে। রোমাঞ্চকর কোন ঘুহায় পাবেন গা ছমছম করা সময়। ঠিক ছবির মত আকা কোন দৃশ্য আপনার দিনের শেষকে করবে মোহনীয়। তবে তো সেই জায়গা আপনার ভালো লাগবেই।আজ আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখবো নোহকালিকাই ফলস, সেভেন সিস্টার্স ওয়াটারফল, মাওসমাই কেভ, লিংকসায়ার ঝর্ণা সহ আরো অনেক সুন্দর জায়গা। শেয়ার করবো আমাদের সব অভিজ্ঞতা। চলুন তবে ঘুরে আসি মেঘালয়ের চেরাপুঞ্জি।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: