ছাত্ররা মুসলিম বলেই কি জম্মুর MBBS কলেজের লাইসেন্স বাতিল? | Awaaz
Загружено: 2026-01-14
Просмотров: 3987
জম্মুর শ্রী মাতা বৈষ্ণো দেবী মেডিকেল কলেজ (SMVD Medical College)–কে ঘিরে সাম্প্রতিক বিতর্ক দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। একটি MBBS কলেজের লাইসেন্স বাতিল বা আসন সংক্রান্ত সিদ্ধান্ত কোনো সাধারণ বিষয় নয়—এর সঙ্গে জড়িয়ে থাকে শত শত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, বছরের পর বছর পরিশ্রম এবং লক্ষ লক্ষ টাকার বিনিয়োগ। কিন্তু এই ঘটনায় প্রশ্ন উঠছে, সিদ্ধান্তটি কি শুধুই নিয়মগত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো অদৃশ্য বাস্তবতা?
এই বিতর্কে সবচেয়ে সংবেদনশীল প্রশ্নটি হলো—ছাত্ররা মুসলিম বলেই কি তাঁদের টার্গেট করা হয়েছে? সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহলে এমন অভিযোগ উঠে আসছে যে, কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনিক ব্যবস্থার ব্যর্থতার দায় চাপানো হচ্ছে শিক্ষার্থীদের ওপর। অনেক ছাত্র দাবি করছেন, ভর্তি প্রক্রিয়া ও একাডেমিক কাঠামোর যেসব ত্রুটি দেখানো হচ্ছে, সেগুলো তাঁদের নিয়ন্ত্রণের বাইরে ছিল।
অন্যদিকে প্রশাসনের বক্তব্য, NMC (National Medical Commission)–এর নির্ধারিত মান ও পরিকাঠামোগত শর্ত পূরণ না হওয়াতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজের পরিকাঠামো, ফ্যাকাল্টি ঘাটতি, হাসপাতালের কার্যক্ষমতা—সবকিছু নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু এখানেই তৈরি হচ্ছে মূল দ্বন্দ্ব: যদি সমস্যা ছিল ব্যবস্থাপনায়, তাহলে শাস্তি কেন পড়বে ছাত্রদের ওপর?
এই ভিডিওতে তুলে ধরা হয়েছে ঘটনার পেছনের বাস্তব কারণ, প্রশাসনিক সিদ্ধান্ত ও এর প্রভাব।
পুরো বিষয়টি জানতে দেখুন Awaaz।
#RSS
#GodiMedia
#SMVDMedicalCollege
#JammuControversy
#MBBSStudents
#MedicalEducation
#StudentRights
#EducationCrisis
#Awaaz
#NMC
#JusticeForStudents
#IndiaEducation
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: