নিশার ভয়ংকর চাল! পুলিশের চোখে ধুলো দিয়ে কি ঋষিকে শেষ করতে পারবে সে? |
Автор: Script Writer 1.0
Загружено: 2025-12-27
Просмотров: 38808
জোয়ার ভাটা' ধারাবাহিকের আগামী পর্বে আসতে চলেছে এক চরম নাটকীয় মোড়! নিশা অত্যন্ত চতুরতার সাথে তার পায়ের গুলির ক্ষত লুকিয়ে জিত বসু ও পুলিশের চোখে ধুলো দিতে সফল হয়। ঋষি এবং তার মা পুলিশের ওপর রেগে গিয়ে নিশার কাছে ক্ষমা চায়, যা নিশাকে তার পরবর্তী ষড়যন্ত্রে আরও একধাপ এগিয়ে দেয়।
কিন্তু জ্যোতি তার দিদির এই ভয়ংকর রূপ দেখে স্তম্ভিত! একদিকে দিদির প্রতি ভালোবাসা, অন্যদিকে ঋষি যে নির্দোষ সেই সত্যিটা সে জেনে ফেলেছে। আসল খুনি দুর্জয় বাবু আড়ালে থাকলেও নিশা এখন ঋষিকে শেষ করার নেশায় মত্ত। নিশা কি পারবে তার এই নকল চামড়ার রহস্য ধরে রাখতে? জিত বসু কি খুঁজে বের করবেন সেই গোপন ডাক্তারকে? আর জ্যোতি কি পারবে তার স্বামীকে নিশার হাত থেকে রক্ষা করতে?
জানতে হলে চোখ রাখুন 'জোয়ার ভাটা'র আগামী পর্বে!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: