মাঘ মাসের ভৈমী (জয়া) একাদশী ঠিক কবে? ২৮ না ২৯ জানুয়ারি? জানুন ব্রত পালনের সঠিক নিয়ম
Автор: Dharma Grontho
Загружено: 2026-01-25
Просмотров: 5174
মাঘ মাসের ভৈমী (জয়া) একাদশী ঠিক কবে? ২৮ না ২৯ জানুয়ারি? জানুন ব্রত পালনের সঠিক নিয়ম #ekadashi
মাঘ মাসের শুক্লপক্ষের অত্যন্ত পবিত্র ভৈমী (জয়া) একাদশী ঠিক কবে পড়ছে—
২৮ জানুয়ারি না ২৯ জানুয়ারি?
এই নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে।
এই ভিডিওতে আমরা শাস্ত্রসম্মত পঞ্জিকা অনুসারে বিস্তারিতভাবে জানাবো—
✔️ জয়া একাদশীর সঠিক তিথি ও দিন
✔️ একাদশী ব্রত কখন শুরু ও কখন শেষ করবেন
✔️ দশমী থেকে দ্বাদশী পর্যন্ত ব্রত পালনের সঠিক নিয়ম
✔️ কোন কাজ করলে ব্রত নিষ্ফল হয়
✔️ কীভাবে ভগবান নারায়ণের পূজা করবেন
✔️ পিতৃতর্পণ করার সহজ ও শাস্ত্রসম্মত পদ্ধতি
✔️ এই একাদশীর মাহাত্ম্য ও অলৌকিক ফল
শাস্ত্রে বলা হয়েছে, জয়া একাদশী ব্রত পালন করলে
ভয়ঙ্কর পাপ থেকেও মুক্তি পাওয়া যায়,
জীবনের বাধা দূর হয়
এবং ভগবান শ্রীহরির কৃপা লাভ হয়।
👉 তাই ভুল তিথিতে ব্রত করে পুণ্য নষ্ট করবেন না।
👉 ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন,
পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,
এবং আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন
যাতে তারাও সঠিক নিয়ম জানতে পারেন।
🙏 জয় শ্রী কৃষ্ণ | জয় নারায়ণ 🙏
© 2026 All Rights Reserved | Dharmo Grontho
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: