প্রেমের তাজমহল
Автор: প্রবাসপথ - সিঙ্গাপুর থেকে
Загружено: 2025-10-08
Просмотров: 23
“তাজমহল, এক অমর প্রেমের নিদর্শন। মুঘল সম্রাট শাহজাহান তাঁর প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এটি নির্মাণ করেন ১৬৩২ সালে।
২০ বছর ধরে ২০,০০০-এর বেশি শিল্পী আর শ্রমিক এই স্বপ্নের সমাধিটি গড়ে তুলেছিলেন।”
“পুরো তাজমহল তৈরি সাদা মার্বেল পাথরে। সকালে সূর্যের আলোয় এটি কখনও সোনালি, আবার বিকেলে গোলাপি আর রাতে রুপালি সাদা দেখা যায়।
এই রঙের পরিবর্তন যেন ভালোবাসার নানান রূপের প্রতীক।”
“তাজমহলের সামনের বাগান চারদিকে সমানভাবে সাজানো। প্রতিটি গাছ, ফুল, আর জলাধারের প্রতিবিম্ব—সবকিছু যেন নিখুঁতভাবে সমন্বিত।
এখানে দাঁড়িয়ে মনে হয়, সময় থেমে গেছে।”
“তাজমহলের দেয়ালে সূক্ষ্ম নকশা আর ক্যালিগ্রাফি খোদাই করা আছে কালো পাথরে। প্রতিটি লাইন কুরআনের আয়াত, আর প্রতিটি ফুল যেন মমতাজের স্মৃতি বহন করছে।”
“তাজমহল শুধু একটা সমাধি নয়, এটা এক অনুভূতি — এক অনন্ত ভালোবাসার প্রতীক।
আজ এত বছর পরও এই স্থাপনা পৃথিবীর কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়।”
“তোমরা যদি কখনও ভারতে আসো, আগ্রার তাজমহল অবশ্যই দেখতে এসো।
#তাজমহল
#আগ্রার তাজমহল
#প্রেমের সমাধি
#সম্রাট শাহজাহান
#ভারতের তাজমহল
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: