নিউইর্য়কের বাফেলোতে কেন ভাড়ার টাকায় বাড়ির কেনা যেত?॥ বাফেলোতে বাড়ির দাম আবারো বাড়ছে কেন?
Автор: Md. Arifur Rahman, USA
Загружено: 2024-12-05
Просмотров: 31425
নিউইর্য়কের বাফেলোতে কেন ভাড়ার টাকায় বাড়ির কেনা যেত?॥ বাফেলোতে বাড়ির দাম আবারো বাড়ছে কেন?
আমেরিকার সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কে আড়াই লাখের বেশি বাঙালির বসবাস। বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র এই নিউইয়র্ক নগরীতে বসবাস করা অনেক বেশি ব্যয়বহুল। নিউইয়র্কে বসবাস করা বাঙালি অভিবাসীদের মধ্যে প্রতি তিনজনে একজন দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তাই ১৯৯০ দশকের শুরু থেকে বাঙালি অভিবাসীরা নিউইয়র্ক থেকে মাত্র ৩৭৫ মাইল দূরে আমেরিকা-কানাডা সীমান্তের খুব কাছে অবস্থিত বাফেলো শহরে আসতে শুরু করে। আমেরিকার প্ল্যানিং অ্যাসোসিয়েশনের হিসাবমতে আমেরিকার সেরা দশ শহরের তালিকার শীর্ষে রয়েছে বাফেলো।
একটি ছোট গ্রাম হিসেবে বাফেলোর গোড়াপত্তন হয় ১৭৮৯ সালে। ১৮২৫ সালের দিকে ইরি ক্যানেল নামে নদীপথ চালু হওয়ার পর এ শহর জনপ্রিয় হয়ে ওঠে। ১৯০০ সালের মধ্যে বাফেলো আমেরিকার অষ্টম বৃহৎ শহরে পরিণত হয়। আটলান্টিক মহাসাগরে যাওয়ার নতুন একটি সমুদ্রপথ চালুর পর থেকে বাফেলো বাণিজ্যিকভাবে গুরুত্বহীন হয়ে পড়ে। ১৯৯০ সালের দিকে মানুষ কর্মসংস্থানের অভাবে বাফেলো ছাড়তে শুরু করে।
ফলে অনেক পরিত্যক্ত বাড়ি কম দামে বিক্রি শুরু হয়। এই সুযোগে বাঙালি অভিবাসীরা বাফেলো শহরে আসতে শুরু করে। সে সময় নিউইয়র্কের কয়েক মাসের বাড়ি ভাড়া দিয়ে বাফেলো শহরে একটি বাড়ি কিনে ফেলা যেত। কম খরচে সেরা আবাসনের কারণে অনেকের কাছে বাফেলো জাদুর শহর হিসেবে পরিচিতি পায়। বাফেলোতে অনেকের একাধিক বাড়ি রয়েছে। এমনকি কারও কারও ৫০টিরও বেশি বাড়ি রয়েছে।
বাঙালিরা স্থানান্তরের পর থেকে বদলে গেছে বাফেলো শহরের কর্মসংস্থান, আবাসন ও নিরাপত্তা ব্যবস্থা। গড়ে উঠেছে হালাল মার্কেট, হালাল রেস্তোরাঁ, অনেক মসজিদ। অপরাধ প্রবণতা ৭০ শতাংশ থেকে নেমে ৩০ শতাংশে এসেছে। ফলে বাফেলোর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের। আজকের এ লেখায় মূলত বাফেলো শহরের আবাসন ব্যবস্থা নিয়ে মোটামুটি ধারণা দিতে চেষ্টা করব।
বাফেলো শহরে বাঙালি অভিবাসীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন। বাড়ি ভাড়া ও দামের কারণেই যে যেখানে বাড়ি ভাড়া ও বাড়ির দাম কম পেয়েছেন, সে সেখানেই ঘাঁটি বেঁধেছে। তবে ফিলমোর অ্যাভিনিউসহ তার আশপাশের এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক বাঙালির বসবাস।
#arifurrahman #আমেরিকায়_বাড়ির_দাম #আমেরিকার_গ্রাম #আমেরিকায়_কম_দামে_বাড়ি #arifurrahman_usa #bangladeshiamericanvlog
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: