মৈনট ঘাট / মিনি কক্সবাজার / Moinot Ghat / Mini Cox's bazar / Bike এ মৈনট ঘাট
Автор: Biking With Emon
Загружено: 26 дек. 2022 г.
Просмотров: 2 247 просмотров
মৈনট খাট যা আমাদের সবার কাছে মিনি কক্সবাজার নামে পরিচিত।।
এটি ঢাকা থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত।
এখানে ৩ ভাবে যাওয়া যায়।
১. বাবুবাজার ব্রিজ পার হয়ে কেরানীগঞ্জ হয়ে।
২. মাওয়া হয়ে দোহার দিয়ে।।
৩. মোহাম্মদপুর বেরীবাধ দিয়ে কেরানীগঞ্জ হয়ে।।
সবচেয়ে কাছে হচ্ছে বাবুবাজার হয়ে গেলে। মাওয়া বা মুহাম্মদপুর বেরীবাধ হয়ে গেলে দুরত্ব বেরে যাবে।।
মৈনট ঘাট Bike, Private Car বা বাসে যেতে পারবেন।
বাস গুলিস্তান থেকে ছাড়ে।
💥 Bike বা Private Car এ গেলে অবশ্যই খুব সাবধানে চালাতে হবে এবং Google Map ব্যবহার করতে হবে।।
এখানে অনেকগুলো রাস্তার সংযোগ সড়ক আছে। একটু ভুল করলে মৈনট ঘাট না যেয়ে অন্য কোথাও চলে যাবেন। তাই সাবধান।।
💥 চেষ্টা করবেন সন্ধ্যার আগেই চলে আসতে। ওখানে রাত ৮টার পরই রাস্তা পুরু ফাকা হয়ে যায়। আর ডাকাতির ভয় থাকে।
ওখানে নৌকা-স্পিড বোড দিয়ে পদ্মায় ঘোরা যায়।।
ঘন্টা হিসাবে ভাড়া চায়।।
বৈঠার ছোট নৌকার ক্ষেএে ভাড়া ৩০০-৫০০ টাকা ঘন্টা।
বড় নৌকা ভাড়া ৮০০-১০০০ টাকা ঘন্টা।
আর স্পিড বোডে ১২০০-২০০০ টাকা ঘন্টা।।
💥 এই ভাড়া সময় আর সাপ্তাহিক ছুটির দিন ভেদে উঠা-নাৃ করে৷
💥 অবশ্যই আগে দরদাম করে নিবেন।।
💥 কিছু কেনা বা খাওয়াদাওয়া ক্ষেএে ও দামাদামি করে নিবেন।।
কারন তারা অনেক বেশি দাম চায়।।
#moinotghat #moinot_ghat #biking #travel #tour #traking #টুর #town #biking with emon #tourism #vlog #vlogs #vlogger
আপনি যদি আমার channel এ নতুন হয়ে থাকেন
Please SUBSCRIBE

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: