পদ প্রকরণ (পর্ব - ৩) | বিশেষ্য ও বিশেষণ চেনার উপায় | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
Автор: Shawon's Bangla
Загружено: 2021-09-13
Просмотров: 417438
BCS, Bank Job, সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা খুবই খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নে একটি বাক্যের উল্লেখ করে নির্দিষ্ট একটি পদ কোন পদ তা জানতে চাওয়া হয়? এবং এক্ষেত্রে বিশেষ্য আর বিশেষণ নির্ণয় করতেই আমরা সবচেয়ে বেশি ঝামেলায় পড়ি। কিন্তু এই জিনিসটা এতই সহজ যে আজকের পর ইনশা আল্লাহ আর বিশেষ্য বা বিশেষণ নির্ণয়ে ভুল হবে না।
তার আগে একটা কথা বলে নেই, মাঝে মাঝে অনেক বইতে এরকম লেখা দেখেছি যে দুটি বিশেষ্য পাশাপাশি থাকলে প্রথমটি বিশেষণ হয়। যেমন: নীল, সবুজ, লাল - এগুলো রঙের নাম হিসেবে বিশেষ্য। কিন্তু যদি বলা হয় নীল আকাশ, তাহলে আকাশ পদ বিশেষ্য হওয়ায় তার পূর্বে বসা 'নীল' পদটি বিশেষণ। এই নিয়মটি চমৎকার একটি নিয়ম, কিন্তু আমার কাছে ভালো লাগে না। কারণ একটা বাক্যের কোনো একটা পদের নিচে Underline করে দিয়ে যখন প্রশ্ন করা হয় যে এটি কোন পদ? সেক্ষেত্রে আমরা যদি এই নিয়ম অনুসরণ করি যে 'দুটি বিশেষ্য পাশাপাশি থাকলে প্রথমটি বিশেষণ হয়'। তার মানে আমি তো জানিই যে ঐ পদদুটো বিশেষ্য। তাহলে আর আমার এই নিয়ম শিখে লাভ কী হলো? তার উপর পরীক্ষার প্রশ্নে এই নীল, সবুজ, লাল - এর মতো সহজ প্রশ্ন অনেক সময় দেয়ও না। মাঝে মাঝে এমন কিছু বাক্য দেয়া থাকে যেখানে দুটো পদ যে বিশেষ্য এটাই বুঝা যায় না।
Special Technique :
বাক্যের মধ্যে কোনো পদ বিশেষ্য না কি বিশেষণ এই নিয়ে যখন দ্বন্দ্বের সৃষ্টি হবে তখন প্রাথমিকভাবে পদটিকে বিশেষণ হিসেবে ধরে নিব। তারপর মিলানোর চেষ্টা করব যে ঐ বিশেষণ পদটি বাক্যের কোনো পদকে বিশেষায়িত (Modify) করছে কি না? যদি করে তাহলে তা বিশেষণই হবে আর না করলে তা বিশেষ্য। 🙂
উদাহরণ : "অন্ধ লোকটি সমাজের সকল অন্ধের পথ প্রদর্শক।" - এখানে 'অন্ধ' শব্দদুটি কোন পদ?
ব্যাখ্যা: টেকনিক অনুযায়ী প্রথমত আমরা 'অন্ধ' পদদুটিকে বিশেষণ হিসেবে ধরে নিলাম। এবার ভাবুন বাক্যে ব্যবহৃত ১ম যে 'অন্ধ' পদটি রয়েছে তা কি বাক্যের অন্য কোনো পদকে বিশেষায়িত করছে? হ্যাঁ, 'অন্ধ' পদটি লোক পদটিকে বিশেষায়িত করছে, অর্থাৎ লোকটি কেমন 'অন্ধ' পদটি দ্বারা তা বুঝাচ্ছে। সুতরাং ১ম 'অন্ধ' পদটি বিশেষণ। এবার আসুন ২য় 'অন্ধ' পদটিতে। বাক্যে ব্যবহৃত ২য় 'অন্ধ' পদটি কি বাক্যের অন্য কোনো পদকে বিশেষায়িত করছে? না, সুতরাং ২য় 'অন্ধ' পদটি বিশেষ্য।
'পদ প্রকরণ' অধ্যায়ের সকল ভিডিয়ো ধারাবাহিকভাবে এখানে উপস্থাপন করা হলো। আশা করি, আমাদের ভিডিয়োগুলো আপনাদের ব্যাকরণ দক্ষতাকে আরও মজবুত করবে।
পদ প্রকরণ (পর্ব - ১) | বিশেষ্য পদ | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
লিংক - • পদ প্রকরণ (পর্ব - ১) | বিশেষ্য পদ | বাংলা ...
পদ প্রকরণ (পর্ব - ২) | ক্রিয়াপদের A 2 Z | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
লিংক - • পদ প্রকরণ (পর্ব - ২) | ক্রিয়াপদের A 2 Z | ...
পদ প্রকরণ (পর্ব - ৩) | বিশেষ্য ও বিশেষণ চেনার উপায় | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
লিংক - • পদ প্রকরণ (পর্ব - ৩) | বিশেষ্য ও বিশেষণ চে...
পদ প্রকরণ (পর্ব - ৪) | বিশেষ্য ও বিশেষণ চেনার উপায় | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
লিংক - • পদ প্রকরণ (পর্ব - ৪) | বিশেষ্য ও বিশেষণ চে...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: