জেনে নেওয়া যাক জুতা পরিধান সম্পর্কিত | হাদীস
Автор: One Destination 1D
Загружено: 2025-11-17
Просмотров: 26
"আবূ হুরাইরাহ্ রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيُمْنَى وَإِذَا خَلَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ وَلْيُنْعِلْهُمَا جَمِيعًا أَوْ لِيَخْلَعْهُمَا جَمِيعًا
যখন তোমাদের কেউ জুতা পরিধান করবে, তখন প্রথমে ডান পায়ে পরিধান করবে। আর যখন খুলবে, তখন আগে বাম পায়ের জুতা খুলবে। আর হয় দুপায়ে জুতা পরবে নতুবা দুপায়ের জুতাই খুলে ফেলবে।
সহীহ মুসলিম, হাদীস ২০৯৭ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৫৩১৮(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)
পাদটীকা:
এক পা খালি আরেক পায়ে জুতা পরা যাবে না। এ হাদীসে একে নিষিদ্ধ করা হয়েছে। জুতা পরলে উভয় পায়েই পরতে হবে। নতুবা খালি পায়ে চলতে হবে। এটাই হাদীসের শিক্ষা।"
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: