রাজশাহী কলেজের প্রাকৃতিক সৌন্দর্য ও পদ্মার চর ভ্রমণ | Rajshahi College Tour | Padma River Sunset |
Автор: Mehedi Lens
Загружено: 2025-10-19
Просмотров: 205
বাংলাদেশের উত্তরাঞ্চলের গর্ব রাজশাহী কলেজ — এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যার ইতিহাস প্রায় দেড় শতাব্দী পুরনো।
এই ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো সেই রাজশাহী কলেজের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে ভরা পরিবেশ, পুরনো স্থাপত্য, আর নানা প্রজাতির বৃক্ষরাজি — যেগুলো সত্যিই অন্য কোথাও দেখা যায় না! 🌳
রাজশাহী কলেজ থেকে বের হয়ে আমি ঘুরেছি রাজশাহীর অপরূপ সৌন্দর্যের পথে, আর শেষে পৌঁছে গেছি পদ্মার চরে, যেখানে সূর্যাস্তের দৃশ্যটা যেন একেবারে স্বপ্নের মতো 🌅।
এই ভিডিওতে আপনি পাবেন ইতিহাস, প্রকৃতি, শিক্ষা আর নদীর সৌন্দর্যের অপূর্ব মেলবন্ধন।
🎬 ভিডিওর সময়কাল: প্রায় ২৮.০৮ মিনিট
📍 লোকেশন: রাজশাহী কলেজ, রাজশাহী শহর, পদ্মার চর
🎤 নির্মাণ ও বর্ণনা: মেহেদী
*রাজশাহী কলেজের পরিচিতি
কলেজের ঐতিহ্যবাহী ভবন
রাজশাহী কলেজের গাছ ও সবুজ প্রাকৃতিক সৌন্দর্য
রাজশাহী শহরের দৃশ্য
পদ্মার চরে যাত্রা
*সূর্যাস্তের দৃশ্য
#RajshahiCollege #রাজশাহীকলেজ #RajshahiVlog #PadmaRiver #PadmarChor #RajshahiTour #BangladeshVlogger #TravelBangladesh #Mehedilens #NatureVlog #BangladeshTravel #VillageLife #রাজশাহী_ভ্রমণ #বাংলাদেশ_ভ্রমণ #RajshahiCity #PadmaSunset
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: