"শুভ্ররাঙা ভালোবাসা"♥️(গল্পের শেষ অংশ)মোমের চোখের দিকে গভীরভাবে তাকায়। তার দৃষ্টি এতটাই তীব্র.....
Автор: RM motivation story
Загружено: 2024-12-18
Просмотров: 34406
"শুভ্ররাঙা ভালোবাসা"♥️(গল্পের শেষ অংশ)মোমের চোখের দিকে গভীরভাবে তাকায়। তার দৃষ্টি এতটাই তীব্র.....
আজ আকাশে গোলাকার সুন্দর চাঁদ উঠেছে। প্রকৃতিতে মৃদুমন্দ বাতাসে বইছে। চাঁদের কিরণ উঁকি দিচ্ছে প্রেমে বুঁদ হওয়া দুই কপোত-কপোতীর বেলকনিতে। আগুনের নিকট আকাশের বুকে থাকা চাঁদের থেকে, আগুনের বুকের চাঁদটা বেশি সুন্দর আর দামী মনে হচ্ছে।
আগুন, ওষ্টপুট এগিয়ে মোমের ললাটে এক মৃদু চুমু খায়। মোম চোখ বন্ধ করে অনুভব করে সেই স্পর্শের উষ্ণতা। আগুনের ছোঁয়ায় মোম শিহরিত হয়। দু'জনের মধ্যে যেন কোনো শব্দ নেই, শুধু অনুভূতির এক গভীর স্পন্দন। নীরব রাত, চারপাশে নিস্তব্ধতা। দু'জনেই একে অপরের খুব কাছে। আগুন, মোমের চোখের দিকে গভীরভাবে তাকায়। তার দৃষ্টি এতটাই তীব্র যে মোম লজ্জায় চোখ নামিয়ে নেয়।
আগুনের বুকে মাথা রেখে মোম মিহি স্বরে বলল,
" আপনার আমার ভালোবাসার প্রণয় হাজার বছরেও শেষ না হোক। "
মোমের কপালে কপাল ঠেকিয়ে, ভারিক্কি নিঃশ্বাস ছাড়ল আগুন। কন্ঠে মাদকতা মিশিয়ে হাস্কিস্বরে বিড়বিড়িয়ে আওড়াল,
❝ আকাশ জুড়ে চাঁদের আলো,
সোনালি রঙ ছড়ায়।
তোমাকে যতবার দেখি,
ততবার আমার মন হারায়।
শুভ্ররাঙা ভালোবাসা ছুঁয়ে যায় প্রাণের গান,
তুমি ছাড়া এই জীবন যে শূন্যতার সমান।
চাঁদের আলোয় তোমার ছায়া,
স্বপ্নে এনে দেয় সুর।
তোমায় পেয়ে মনে হয়,
এ জীবন সুন্দর ভীষণ মধুর।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: