নীরব রাতের পরে আবার তোমারই কথা / বাংলা আধুনিক গান ।
Автор: NOKU MUSIC
Загружено: 2026-01-10
Просмотров: 113
SONG LYRICS:-
নীরব রাতের পরে আবার তোমারই কথা,
চাঁদের চোখে জমে থাকে তোমারই ব্যথা।
ভাঙা স্বপ্নের আয়নাতে দেখি তোমার মুখ,
হাসির আড়ালেও লুকিয়ে আছে কত দুখ।
ফিরে আসার প্রতিশ্রুতি বাতাসে মিশে যায়,
সময়ের নিষ্ঠুর হাতে বিশ্বাস ভেঙে যায়।
তোমার নামে লিখে রাখা প্রতিটি নিশ্বাস,
অলক্ষ্যে পুড়ে যায় আজ স্মৃতির বিশ্বাস।
পথের ধুলোয় মিশে থাকে হারানো পায়ের ছাপ,
চেনা শহর অচেনা হয়—নিভে যায় সব তাপ।
নরেন্দ্র বলে—প্রেম শুধু পাওয়ার নাম নয়,
হারানোর মধ্যেও আছে এক নীরব আশ্রয়।
রাগ: মালকোষ
তাল: দাদরা (৬ মাত্রা)
লয়: বিলম্বিত → মধ্য
@NOKUMUSIC-jk5rl
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: