#কাজলরেখা
Автор: Ripon Diary
Загружено: 2025-12-23
Просмотров: 1429
#কাজলরেখা
#পর্ব:৪৫
#তানজিনা ইসলাম
নিশুতিরাত। বাড়ির সবাই ঘুমিয়ে। রাত তিনটে বাজে হয়তো। চাদনীর হঠাৎ ঘুম ভেঙে গেলো। ওর ওয়াশরুমে যেতে হবে। কিন্তু একা যেতে ভয় লাগছে। ইদানীং ও রাতে খুব ভয় পায়। ওইদিনের স্বপ্নটা ওর উপর এতো প্রভাব ফেলেছে যে, ও এখন রাত-বিরেতে জ্বিন দেখছে। ওর মনে হচ্ছে বাড়িটা ভুতুড়ে হয়ে গেছে। আশেপাশে কেও থাকে। চাদনী একা থাকলেই খপ করে ধরে ফেলবে৷ চাদনী পাশে তাকালো। আঁধার ঘুমিয়ে আছে। ও ঘুমিয়েছেও হয়তো একটু আগে। ওঁদের দু'জনের ঘুমটায় বড় আজব। পুরো রাত মোবাইল চালিয়ে, সকালে ঘুমানোর বদঅভ্যাসে দু'জনের মিল পাওয়া। চাদনী রাত জেগে মোবাইল দেখে না। যদি আঁধার ঘুমিয়ে যায়, রাতে ওর ঘুমাতে ভয় লাগবে। এজন্য আগেভাগে ঘুমানোর চেষ্টা করেছে।
কিন্তু এখন যে ঘুম ভেঙে গেলো। এখন কী করবে ও? ইমার্জেন্সি ওয়াশরুমে যেতে হবে। ইশ! আজ পানি কম খাওয়া উচিত ছিলো। চাদনী ভাবলো আঁধারকে ডাকবে না, ও একা একা যাবে। আঁধার ওঁকে খেপাবে নয়তো! সাহস করতে পারলো না। বসে বসে,দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। সহ্য করতে না পেরে আঁধারকে ফিসফিস করে ডাকলো
-"আঁধার ভাই।"
-"হু।"
-"ঘুমোওনি?"
-"জানি না।"
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: