আবু হুরায়রা (রা:) আর হাদিস নির্ভরতা !
Автор: Mufassil Islam
Загружено: 2020-04-10
Просмотров: 5500
#Abu Huraira#Islam
বাংলাদেশের চলমান রাজনীতি, ইসলাম, ধর্ম ও তা ছাড়া উগ্রতা বৃদ্ধির নানা কারণ নিয়ে আলোচনা চালিয়ে যাবার অন্যথা নেই। যে কোনো সমস্যা নিয়ে সমাধানের জন্য আমাদেরকে যুক্তি, প্রমান ও তথ্য দিয়ে সমাধানের পথ খুঁজতে হবে। আমরা বহু বছর সামাজিক/পারিবারিক কাৰণে হয়তো অনেক ভ্রান্ত ধারণা ত্যাগ করে নতুনভাবে ভাবতে দ্বিধা করি। হয়তো আমাদের ধর্মীয়, রাজনৈতিক বা সামাজিক নেতৃত্বের কারণে তাদের প্রতি অগাধ শ্রদ্ধাববোধের কারনে তারা যা প্রচার করে তা যে মিথ্যা হতে পারে তা মানতে চাই না। তাদের প্রচারের বিরুদ্ধে কিছু বললেই অবিশ্বাস্য মনে হয়। বহু বছর শোষিত ও শাসিত হতে হতে আমাদের নিজেদের মাঝে ব্যক্তিত্বহীন মানসিকতা গড়ে উঠেছে। ৩৩ টি পরিবার আমাদের ভূমিকে দুই হাজার বছর শাসন করে আজ রহমানী আমলের (শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের পরিবার) শাসনে আমাদের গোলাম বানিয়ে রেখেছে। আজ মাদ্রাসা ভিত্তিক যাজক আর পুরোহিত শ্রেণীর কাছে সাধারণ মুসলিমরা বন্দি। ইসলাম তাদের সঙ্গায় এখন আর আল্লাহর রহমত নয়। আলেম এখন মাদ্রাসার সার্টিফিকেট বিক্রি হয়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: