'হজ্জের তওয়াফের নিয়ম' জানতে শুনুন মাওলানা সৈয়দ মাহতাবুল বশর আল মাইজভান্ডারী মাঃ কেবলার নসীহত।
Автор: মাইজভান্ডারী তরিকত
Загружено: 2023-08-19
Просмотров: 192
কালামে মুর্শিদেকেবলা হযরত শাহ্সুফি আলহাজ্ব মাওলানা সৈয়দ মাহতাবুল বশর আলহাচানী আলমাইজভান্ডারী মাঃজিঃআঃ
🚩আল্লাহ্ শর্তটা কি দিল, তোমার তওয়াফ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জায়গা যে মক্কাতে, যে কাবাঘরের পাশে আমার নবী পাক (দঃ) এর জন্মগ্রহণ হয়েছে। সেইখানে আল্লাহ্ তাআলা কি করল, সাতবার তওয়াফ করার পরে একটা জায়গা আছে, সেখানে মাকামে ইব্রাহিম বলা হয়। মাকামে ইব্রাহিম কি?
ইব্রাহীম (আঃ) এর দুইটা পা মোবারকের ছাপ, বুঝেছেন?মানে আল্লাহ্ তার উছিলা, তার নবীদের কত সম্মান দেন দেখতে পারছেন।বলতেছেন, সব হাজ্বীদেরকে বলতেছেন, তোমরা যতক্ষন পর্যন্ত ইসমাইল (আঃ) এর পা মোবারক, আমার নবীদের পা কত পবিত্র।দেখেন, বলেছেন যে, যেই জায়গায় ইব্রাহিম (আঃ) এর ছাপ আছে, সেইটাকে সামনে রেখে, নাক বরাবর সামনে রেখে, সেই জায়গায় দাড়িয়ে তুমি তার সালাত আদায় করবা। আমি আল্লাহর নামাজ আদায় করবা।
.
ভিডিও ফাইলঃ বরপা নারায়ণগঞ্জ, জানুয়ারি, ২০২৩ইং
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: