এক অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানুষের মন জিতলেন ‘গরিবের বন্ধু’ মতিউর রহমান
Автор: News7 Bangla
Загружено: 2025-11-24
Просмотров: 64
এক অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানুষের মন জিতলেন ‘গরিবের বন্ধু’ মতিউর রহমান News7 Bangla
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারে নানান সমস্যায় জর্জরিত এক গরিব মানুষ দীর্ঘদিন ধরে সাহায্যের অপেক্ষায় ছিলেন। বিষয়টি জানতে পেরে এক মুহূর্ত দেরি না করে তাঁর কাছে ছুটে যান মতিউর রহমান। সবকিছুই নিজের খরচে করে দেওয়ার আশ্বাস দেন তিনি।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মতে,
“মানুষের পাশে দাঁড়ানো মানেই মতিউর সাহেব। তিনি কথা বলেন কম, কাজ করেন বেশি।”
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: