কাবিন নামার ১৮নং পয়েন্ট/ঘর সঠিকভাবে লিখার নিয়ম।
Автор: 7 Minutes Bangla
Загружено: 2022-08-07
Просмотров: 27007
স্ত্রী কখন ডিভোর্স চাইতে পারে?
প্রশ্ন হচ্ছে, স্ত্রী ডিভোর্স দিতে পারে কি?
প্রথম উত্তরটি হচ্ছে, “তালকের” (ডিভোর্স) ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী’র ক্ষমতা এক নয়। স্বামী যখন-তখন কোনরূপ কারণ ছাড়াই বিবাহ বিচ্ছেদ ঘটাতে, কিন্তু মুসলিম আইনে স্ত্রী’র ক্ষেত্রে এই ক্ষমতা সীমিত। তবে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে স্বামীর একচ্ছত্র ক্ষমতা থাকেলেও স্বামীকে কিছু আইন মানতে হয়।
দ্বিতীয় উত্তরটি হচ্ছে, স্ত্রী ও “তালাক” দিতে পারে, তবে নিম্নোক্ত পদ্ধতিতে, ক্ষমতাবলে এবং কারণে।
ক্ষমতাবলে তালাক (তালাক-ই-তৌফিজের মাধ্যমে)
আগেই বলা হয়েছে মুসলিম আইনে তালাকের বিষয়ে স্ত্রীর ক্ষমতা সীমিত। স্ত্রী’কে তালাক প্রদানের ক্ষমতা দেওয়া হলে তবেই একজন স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারেন। স্ত্রীকে এরূপ ক্ষমতা অর্পণকে “তালাক-ই-তৌফিজ” বলে। তালাক-ই-তৌফিজ স্ত্রীর একক ক্ষমতা নয়।
নিকাহনামার (কাবিননামার) ১৮ নং ঘরে “স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করেছে কি না? করে থাকলে কি শর্তে?” এই প্রশ্নটি থাকে। এখানে স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা দেয়, তবেই স্ত্রীও স্বামীর মতো তালাক দিতে পারে।
সেক্ষেত্রে স্ত্রীকেও স্বামীর মতো ১৯৭৪ সালের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন ও ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী এখতিয়ারভুক্ত বা সংশ্লিষ্ট নিকাহ্ রেজিস্টার বা কাজীর মাধ্যমে তালাক দিতে হবে এবং তালাকের নোটিশ স্বামী’কে ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের চেয়ারম্যানকে পাঠাতে হবে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: