ব্রডগেজ মিটারগেজ ডুয়েলগেজ লাইন কি? আসুন জেনেনেই।
Автор: Bangladesh Railway RailFan Group (BR)
Загружено: 2019-06-11
Просмотров: 49808
#BR
##ব্রডগেজ এবং মিটারগেজ ট্রেন এর মধ্যে পার্থক্য কি? কোনটা ভালো এবং কেনো? আমাদের দেশের ট্রেন কোন গেজ এর?
@@উত্তর:-
প্রস্থের ওপর ভিত্তি করে সারা বিশ্বে চার ধরণের রেল লাইন আছে- ১. ব্রডগেজ ২.মিটারগেজ ৩.স্ট্যান্ডার্ড গেজ ৪.ন্যরো গেজ। ভারত ও বাংলাদেশে মূলত প্রথম দু'টি রেল লাইন ব্যাবহার করা হয়, তবে পাহাড়ি অঞ্চলে ন্যারো গেজ ব্যাবহার করা হয়। যে ট্রেনটি ব্রডগেজ লাইন ব্যাবহার করে, সেটিকে ব্রডগেজ ট্রেন এবং যেটি মিটার গেজ লাইন ব্যাবহার করে সেটিকে মিটার গেজ ট্রেন হিসেবে চিহ্নিত করা হয়।
ব্রডগেজ রেল লাইনের প্রস্থ ১৬৭৬ মিলিমিটার বা ৫ফিট ৬ইঞ্চি এবং মিটারগেজ রেল লাইনের প্রস্থ ১মিটার বা সাড়ে ৩৯ দশমিক ৩৭ ইঞ্চি। ন্যরো গেজ লাইনের প্রস্থ ৭৬২ মিমি বা আড়াই ফুট এবং স্ট্যান্ডার্ড গেজের প্রস্থ ১৪৩৫ মিমি বা ৪ ফুট সাড়ে ৮ ইঞ্চি।
ব্রডগেজ বা মিটারগেজ দু'টোই প্রয়োজনীয়। মিটারগেজ লাইনের সংস্থাপন কাজে অর্থ ব্যায় কম হয় এবং কম জায়গার প্রয়োজন হয়। অন্যদিকে, যেসব রেল পথে প্রচুর ট্রেন চলাচল করে, রেলপথের দৈর্ঘ্য বেশি, মালামাল পরিবহন করতে হয় বেশি সেসব এলাকায় ব্রডগেজ লাইন প্রয়োজন।
আমাদের দেশে এই দুই ধরণের রেল লাইনই আছে। ঢাকার সাথে উত্তরাঞ্চল যুক্ত হয়েছে ব্রডগেজ রেল লাইনের মাধ্যমে। অন্য আর সকল রেল পথ মিটার গেজ।............
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: