মানিকগঞ্জের ২০০ বছরের ঐতিহ্যাবাহী ঘিওর হাট যেন ঐতিহ্যের ধারক ।Manikganj Historical Ghior Haat
Автор: Munshi Anayet
Загружено: 2025-11-17
Просмотров: 60835
মানিকগঞ্জের ঘিওর হাট একটি ঐতিহ্যবাহী হাট। ব্রিটিশ আমলে এই হাটের প্রচলন শুরু হয়। প্রায় ৩ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত এই হাট।
এই হাট বিখ্যাত নৌকার হাট হিসাবে। বর্ষাকালে ফরিদপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও ঢাকা থেকে অনেক মানুষ নৌকা কিনতে আসেন। এই হাটে ২৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা দামের নৌকা পাওয়া যায়।
নদী বিধৌত মানিকগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে গেছে পদ্মা, যমুনা, কালিগঙ্গা, ধলেশ্বরী নদী। নদীতে চলাফেরা করার জন্য এবং বর্ষায় মালামাল পরিবহনে অপরিহার্য হয়ে উঠে নৌকা।
ঘিওর হাটে আজও লাঙল, নাঙলে পাওয়া যায়। একটা সময় গরুর লাঙল পাওয়া গেলেও এখন যে ধরনের লাঙল পাওয়া যায় তা দিয়ে কৃষকেরা হাতে টেনেই চাষাবাদ করেন। বর্ষায় লাঙল আর শীতকালে জমে উঠে খেজুরের গুড়ে। আশেপাশের অনেকগুলো চরের মানুষের প্রাণের জায়গা হয়ে উঠে এই হাট। বাস্তুচ্যুত মানুষেরা একেকজন একেক জায়গায় ছড়িয়ে পড়লেও এই হাটে এসে তাদের দেখা হয়। নিজেদেরকে খুঁজে পান তারা।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: