কিশোরগন্জের নিকলী হাওর ভ্রমণ | Nikli Haor Kishoreganj
Автор: RuRi
Загружено: 2022-02-14
Просмотров: 22
কিশোরগন্জের নিকলী হাওর ভ্রমণ | Nikli Haor Kishoreganj
নিকলী ভ্রমণ টিপসঃ
ঢাকা থেকে একদিনে ঘুরতে চাইলে খুব ভোরের বাসে রওনা দিন, তাহলে বেশী সময় পাবেন ঘুরার জন্যে।
চাইলে নিজের প্রাইভেট কার নিয়েও আসা যাবে নিকলি হাওড়ে।
ট্রেনে আসতে চাইলে আগেই টিকেট করে রাখুন।
শুক্রবার দিন বেশী মানুষ থাকে, সম্ভব হলে ছুটির দিন ছাড়া আসুন।
কম খরচে নিকলি ভ্রমন করতে চাইলে কয়েকজন মিলে আসুন।
হাওরের হাসের মাংস পাওয়া যায় হোটেলে, খেয়ে দেখবেন।
নৌকা ভাড়া ও অন্যান্য যানবাহন ভাড়ায় দরদাম করবেন।
সাথে ছাতা এবং লাইফজ্যাকেট রাখুন, কাজে লাগবে।
নিকলী ঘুরে হাতে একদিন সময় নিয়ে কিশোরগঞ্জ শহর ভ্রমণ করে নিতে পারেন।
কিশোরগঞ্জ এর গাংচিল, শ্রাবনী, নিরালা, ক্যাসেল সালাম, রিভার ভিউ ভাল হোটেল।
ট্রলার মাঝির মোবাইল নম্বর
01920678337 (এমরাজুল মামা)
01969-539986 (শহীদুল হক)
[ সিজন অনুযায়ী ট্রলার ভাড়া কমবেশি হয়ে থাকে ]
চেয়ারম্যান গেস্ট হাউজ (নিকলী)
01308-510411
[ বুকিং করতে কল করুন ]
#কিশোরগন্জের নিকলী হাওর ভ্রমণ
#Nikli Haor Kishoreganj
#RuRi
#Ruri
#Vlog
#Vlogs
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: