পদ্মা নয় বাংলাদেশের সবচেয়ে বড় সেতু হচ্ছে ভোলায় !! Longest Bridge to Link Bhola - Barisal
Автор: Bioscope Entertainment
Загружено: 2022-05-06
Просмотров: 673495
অবকাঠামো উন্নয়ন একটি দেশের সার্বিক উন্নয়নের অন্যতম নিয়ামক। বিষয়টি বেশ ভালভাবেই উপলব্ধি করছে বাংলাদেশ সরকার। তাই অবকাঠামো নির্মাণে একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছে বাংলাদেশ। এবছরই উদ্বোধন হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প – পদ্মা সেতু। নির্মাণাধীন রয়েছে দেশের সর্ববৃহৎ প্রকল্প - রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র, মেট্রোরেল প্রকল্প, কর্ণফুলি টানেলসহ বেশ কিছু প্রকল্পের কাজ।
এরই ধারাবাহিকতায় সরকার এবার উদ্যোগ নিয়েছে দেশের দীর্ঘতম সেতু নির্মাণের। যা দৈর্ঘ্য বিচারে পদ্মা সেতুকেও পিছনে ফেলবে। ভোলা সেতু’ সংযুক্ত করবে বরিশালকে। সেতু নির্মাণ হলে দেশের অর্থনীতিতে আসবে নতুন গতি।
দ্বীপ জেলা ভোলাকে বরিশাল এর সঙ্গে যুক্ত করতে তেঁতুলিয়া নদীর ওপর দিয়ে দেশের দীর্ঘতম সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর সেতু নির্মাণে ২০১৭ সালে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়। গত বছরের আগস্টে শেষ হয়েছিলো জানিয়েছেন বিবিএর এক কর্মকর্তা। ৫৬ কোটি ৩৫ লাখ টাকায় এই জরিপ সম্পন্ন করেছে ভারতের এসটিইউপি কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড, যুক্তরাজ্যের সিওডব্লিউআই কনসাল্টিং এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড ও ডেভ কনসালট্যান্টস লিমিটেড।
চীন এবং দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে প্রকল্পটি অর্থায়নে আগ্রহ দেখিয়েছে।
প্রস্তাবিত ভোলা-বরিশাল সেতুতে রেললাইন না থাকায় এর ব্যয় পদ্মাসেতুর থেকে অনেক কম হবে। “এখন পর্যন্ত জরিপ বলছে যে, নদী শাসনের জন্য তেঁতুলিয়া ও কালাবদর নদী পদ্মার মতো কঠিন হবে না। এ কারণে নদী দুটির ওপরই সেতু নির্মাণ করা হবে। এ সেতু নির্মাণ হলে দ্বীপজেলা ভোলা দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে।
এই ভোলা সেতু নিয়েই আমাদের আজকে আয়োজন জানানোর চেষ্টা করব প্রকল্প ব্যয় থেকে শুরু করে বরিশাল ও ভোলা নিয়ে সরকারের সকল পরিকল্পনা এবং আরো জানার চেষ্টা করবো কবে নাগাদ শেষ হবে এর নির্মাণকাজ।
⚠ এই চ্যানেলের কোন ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন অনলাইন মাধ্যমে আপলোড করবেন না।
⚠ DO NOT DOWNLOAD & RE-UPLOAD THIS VIDEO IN ANY OTHER ONLINE PLATFORM
✔✔✔ এই ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করুন।
☢☢☢ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। ☢☢☢
LICENSE CERTIFICATE: Envato Elements Item
=================================================
This license certificate documents a license to use the item listed below
on a non-exclusive, commercial, worldwide and revokable basis, for
one Single Use for this Registered Project.
Item Title: Majestic Timelapse
Item URL: https://elements.envato.com/majestic-...
Item ID: BURN23Y
Author Username: M-S-STUDIO
Licensee: Md Razib Farazi
Registered Project Name: Bhola bridge
License Date: May 6th, 2022
Item License Code: SK57GV3HL6
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: