মোক্তারিয়া খেয়া ঘাট, জাহাজমারা হাতিয়া | tilottamahatiya |
Автор: Tilottama Hatiya
Загружено: 2023-09-30
Просмотров: 951
মোক্তারিয়া খেয়া ঘাট।
মোক্তারিয়া ঘাট, হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত। এটি মোক্তারিয়া খেয়া ঘাট নামে বেশি পরিচিত। হাতিয়ার আভ্যান্তরিন ঘাট গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ঘাট। হাতিয়া এবং নিঝুমদ্বীপে স্থলপথে যাতায়াতের মধ্যবর্তী একমাত্র ঘাট। প্রতিদিন এ ঘাট দিয়ে নিঝুমদ্বীপ দেখতে আসা পর্যটক এবং হাজার হাজার জনসাধারণ যাতায়াত করে থাকেন।
#পারাপার_ব্যবস্থা
মোক্তারিয়া ঘাট থেকে নিঝুমদ্বীপ পারাপারের জন্য একটি মাঝারি সাইজের ট্রলার এবং একটি স্প্রিড বোর্ড চালু আছে যা প্রয়োজনের তুলনায় কম। অনেক সময় এপার থেকে ওপার পারাপারের জন্য যাত্রীদের দীর্ঘসময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। কমপক্ষে দুইটা ট্রলার চালু থাকলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হতোনা। ওপার থেকে ওপার যেতে সময় লাগে মাত্র ১০ মিনিট, এর জন্য গুনতে হয় ট্রলারে জনপ্রতি ৪৫টা এবং স্প্রিড বোর্ডে ১০০+ টাকা যা বিমান ভাড়ার চেয়ে কোন অংশে কম না।
প্রতিদিন ট্রলার ফাষ্টট্রিপ সকাল ৮ টার সময় নিঝুমদ্বীপ খেয়া ঘাট থেকে মোক্তারিয়া খেয়া ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসে। এবং লাস্টট্রিপ রাত ৮টার সময় মোক্তারিয়া খেয়া ঘাট থেকে নিঝুমদ্বীপ খেয়া ঘাটের উদ্দেশ্য ছেড়ে যায়। সারাদিন অনবরত পারাপার চলতে থাকে। রাত ৮টার পর থেকে সকাল ৮টা পর্যন্ত এ সময়টা পারাপার বন্ধ থাকে।।।
ভিডিও - @shiblukhan_sk
তথ্য সহযোগিতায়, মোঃ সাহেদ।
𒈞hastag
#হাতিয়া_দ্বীপের_ইতিহাস_ঐতিহ্য #হাতিয়া #প্রাচীনত্ব #ShibluKhan #tilottamahatiya #হাতিয়া_দ্বীপ #তিলোত্তমা_হাতিয়া #hatiya_island #Hatiya_dwip #হাতিয়া_উপজেলা #Antiquity #nijhumdwip #নিঝুমদ্বীপ #Beautiful_island #village_nature
Email ✉️ - tilottamahatiya@gmail.com
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: