পচ্চেক বুদ্ধ কাকে বলে। পচ্চেক বুদ্ধ।।
Автор: ধর্মদেশনা–Dharmadesana
Загружено: 2025-11-14
Просмотров: 251
পচ্চেক বুদ্ধ কাকে বলে। পচ্চেক বুদ্ধ।।
পচ্চেক বুদ্ধ হলেন সেই বুদ্ধ, যিনি নিজ প্রচেষ্টায়—কাউকে শিক্ষক হিসেবে না পেয়ে—নিজেই চারি আর্যসত্য, অষ্টাঙ্গিক মার্গসহ সমগ্র ধম্ম উপলব্ধি করেন এবং নিজেই নির্বাণ লাভ করেন। তবে তারা সাধারণত অন্যদের সেই ধম্ম শিক্ষা দেন না, কারণ তাদের বাণী প্রচারের ক্ষমতা ও ঐচ্ছিক ইচ্ছা গৌতম বুদ্ধের মতো শক্তিশালী নয়।
পালি ভাষায় ‘পচ্চেক’ শব্দের অর্থ স্বয়ং, আর ‘বুদ্ধ’ অর্থ জ্ঞানপ্রাপ্ত ব্যক্তি। তাই পচ্চেক বুদ্ধকে বলা হয়—স্বয়ং বোধপ্রাপ্ত বুদ্ধ।
পচ্চেক বুদ্ধগণ
গুরু ছাড়া নিজ প্রচেষ্টায় জ্ঞান লাভ করেন,
নিজের জন্যই নির্বাণ অর্জন করেন,
ধম্ম প্রচার না করলেও তাদের জীবন দৃষ্টান্ত মানুষকে অনুপ্রাণিত করে,
মহাপূর্ণ পারমী থাকলেও সম্যকসম্বুদ্ধের মতো বাণী প্রচারের ক্ষমতা তাঁদের থাকে না।
বৌদ্ধ গ্রন্থে বলা হয়, যখন পৃথিবীতে কোনো সম্যকসম্বুদ্ধ নেই এবং ধম্ম লুপ্ত, তখনই পচ্চেক বুদ্ধগণ আবির্ভূত হন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: