যেভাবে তালপাখা তৈরি হয়|| কালীগঞ্জে পাখা যাচ্ছে সারাদেশে||ব্যস্ত পাখা পল্লী|| Tal Pakha
Автор: খোঁজ খবর
Загружено: 2021-04-20
Просмотров: 3356
যেভাবে তালপাখা তৈরি হয়# কালীগঞ্জে পাখা যাচ্ছে সারাদেশে#ব্যস্ত পাখা পল্লী# Tal Pakha#পারিয়াট গ্রামের পাখা#তালপাখা#তাল পাখার ব্যবসা#আব্দুর রাজ্জাকের পাখা
======================================================================
গ্রীষ্মের আগুন গরমে শরীরে শান্তির পরশ বুলিয়ে দিতে তাল পাখার জুড়ি নেই। আর এই তালপাখা তৈরির জন্য দেশের বেশ কিছু এলাকা বিশেষভাবে সুপরিচিত। তারই একটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা। এখানে গরমের শুরুতেই পাখাপল্লীর কারিগরদের ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ। পাখা ব্যবসায়ীদের হাঁকডাক আর ঘরে ঘরে কারিগরদের কাজে এই এলাকার বেশ ক'টি গ্রাম এখন চরম ব্যস্ত।
পাখাপল্লী হিসেবে পরিচিত কালীগঞ্জ উপজেলার পারিয়াট ও দুলালমুন্দিয়া গ্রামে। গরমের শুরুতেই এসব গ্রামের পাখা তৈরির কারিগররা ব্যস্ত হয়ে পড়েন। পারিয়াট গ্রামের একজন বড় ব্যবসায়ী যিনি প্রায় ২৫ বছর যাবৎ তালপাখার তৈরি ও ব্যবসা করে যাচ্ছেন। আর গরমে তালপাখার ব্যবসা করে এখানকার কারিগররা অনেক লাভবানও হচ্ছেন। আর কালীগঞ্জের তৈরি পাখা যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আপনাদের আজ দেখাবো কিভাবে তালের পাখা তৈরি করা হয়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: