রোমান্টিক গল্প ||বধূবেশে ছুটতে ছুটতে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করছে একটা মেয়ে। মেয়েটির পেছন পেছন এক
Автор: Rimi Diary
Загружено: 2025-12-05
Просмотров: 3155
বধূবেশে ছুটতে ছুটতে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করছে একটা মেয়ে। মেয়েটির পেছন পেছন একটা ছেলেও ছুটছে। ছেলেটির হাতে একটা নীল রঙের বড়ো লাগেজ। এয়ারপোর্টের সকল যাত্রী কৌতুহল নিয়ে এই দুজনকেই দেখছে। কেউ কেউ তো নানান কথাও বলাবলি করছে। এরপর মেয়েটি ও ছেলেটি ওয়েটিং এড়িয়াতে গিয়ে ফ্লাইটের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে। তন্মধ্যে একজন বয়স্ক মহিলা এসে মেয়েটির পাশে এসে বসে। মেয়েটির সেদিকে খেয়াল নেই। সে তো ফ্লাইটের সময় হয়েছে কী না তাই বারবার ঘড়িতে দেখছে। বয়স্ক মহিলাটি মেয়েটিকে বারকয়েক দেখে অতঃপর জিজ্ঞাসা করেই বসলো,
"বিয়ে থেকে পালাচ্ছো?"
মেয়েটি তৎক্ষনাৎ পাশ ফিরলো। জিজ্ঞাসু নয়নে চাইলে বয়স্ক মহিলাটি ফের শুধায়,
"বিয়ে থেকে পালাচ্ছো বুঝি?"
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: