ঈমানের পরিচয় এবং মূলসুত্রাবলী | Sheikh Jashim Uddin Rahmani
Автор: Sharia Law
Загружено: 2019-09-13
Просмотров: 6900
Sheikh Jashim Uddin Rahmani - ঈমানের পরিচয় এবং মূলসুত্রাবলী
বাংলার সিংহ পুরুষ জসীম উদ্দীন রাহমানী । শায়েখুল হাদীস মুফতী জসীমউদ্দীন রাহমানী” এমন একজন ব্যক্তি যিনি সমগ্র বাংলার তাওহীদি জনতার অনুপ্রেরনা। শ্রদ্ধেয় শায়েখ সর্বক্ষেএে একমাত্র আল্লাহর ইবাদাহ প্রতিষ্ঠায় আপোষহীন, বাতিল শক্তির মুখোশ উন্মোচনকারী।
তিনি সত্য প্রকাশে আপোষহীন। একমাত্র আল্লাহর ভয়ে ভীত বাংলার সিংহ পুরুষ।তিনি তাগূতের বিরুদ্ধে কোন নমনীয়তা ছাড়াই জালিম শাহীর সামনে তুলে ধরেছিলেন এর দ্বারা সংঘটিত অত্যাচার আর অনৈসলামিক কাজের নমুনা। নাস্তিকদের বিরুদ্ধে অত্যন্ত দৃঢ়চেতা এই মানুষটি কারো কোন অপপ্রচার, নিন্দাবাদের পরোয়া করতেন না।
তিনি অসাধারণ সাহসিকতার সাথে বাংলাদেশে মুসলিম সমাজে প্রচলিত বিদয়াতি আমল-আকিদা, সূফিবাদ ও পীরবাদের ভণ্ডামী, অনৈসলামিক রাজনীতি ও কুফরী গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিরোধিতা করে আসছিলেন। তার পাণ্ডিত্যপূর্ণ খুতবা(যা তিনি প্রতি জুমুয়ায় তার মসজিদে দিতেন) দেশ বিদেশের বাংলা ভাষাভাষী মুসলিম জনসাধারণ— বিশেষ করে দ্বীনের প্রতি অনুরক্ত যুবকদের মন জয় করতে সক্ষম হয়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: