রাজনীতিতে স্বামী 'গরিব', ঘরে স্ত্রী 'কোটিপতি'! হলফনামার গোপন রহস্য ফাঁস | ৩০০ আসন সিরিজ
Автор: ৩০০ আসন
Загружено: 2026-01-20
Просмотров: 235
বাংলাদেশে এমপি প্রার্থী হতে হলে কি আপনাকে অনেক ধনী হতে হবে? হলফনামা বলছে—মোটেও না। আপনি বিত্তহীন হয়েও নির্বাচন করতে পারেন, তবে শর্ত একটাই—আপনার স্ত্রীকে হতে হবে 'সুপার রিচ'। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে এক অদ্ভুত সমীকরণ: “স্বামী রাজনীতিবিদ হলে স্ত্রী অর্থনীতিবিদ।”
আজকের বিশেষ পর্বে আমরা ব্যবচ্ছেদ করব এমন কিছু হেভিওয়েট প্রার্থীর হলফনামা, যারা নিজেরা 'নুন আনতে পান্তা ফুরায়' অবস্থায় থাকলেও তাদের স্ত্রীরা একেকজন করপোরেট জায়ান্টের সমান সম্পদের মালিক।
আমাদের তালিকায় যারা আছেন:
হুম্মাম কাদের চৌধুরী (চট্টগ্রাম-৭): স্বামীর ৮৪ লাখের বিপরীতে স্ত্রীর ৪৩ কোটি! গুলশানে ফ্ল্যাট নেই স্বামীর, কিন্তু স্ত্রীর আছে দুটি।
জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়িয়া): আন্দোলনের মাঠে থাকা সাকির সম্পদ ৪০ লাখ, স্ত্রীর দেড় কোটি।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের (চৌদ্দগ্রাম): স্ত্রীর সম্পদ স্বামীর চেয়ে ৫ গুণ বেশি!
আরিফুল হক চৌধুরী (সিলেট): মেয়রের স্ত্রীর আয় হঠাৎ করেই শূন্য থেকে লাখে উন্নীত।
শিশির মনির ও ফজলুর রহমান: আইনজীবীর যুক্তি বনাম স্ত্রীর সম্পদ এবং মাটির কাছাকাছি থাকা নেতার লিফটওয়ালা ফ্ল্যাট।
রহস্যময় 'প্রযোজ্য নহে': আয় নেই, পেশা নেই—তবুও স্ত্রীর নামে ৮ থেকে ১৬ কোটির সম্পদ! এই জাদুর রহস্য কী?
হলফনামা আমাদের শুধু সংখ্যার অঙ্ক দেয়, কিন্তু সেই অঙ্কের পেছনের গল্প বলে না। কেন বাংলাদেশের রাজনীতিতে ‘স্বামী–স্ত্রী’ সম্পর্ক এখন ‘প্রার্থী–স্পনসর’ মডেলে রূপ নিয়েছে? এটি কি ট্যাক্স ফাঁকি দেওয়ার কৌশল, নাকি সম্পদ আড়াল করার এক সুনিপুণ চাল?
আপনার কি মনে হয়? একজন রাজনীতিবিদের নিজের চেয়ে স্ত্রীর নামে এত বেশি সম্পদ থাকাটা কি স্বচ্ছ রাজনীতির লক্ষণ? আপনার এলাকায় এমন কোন প্রার্থী আছেন যার হলফনামা আপনাকে চমকে দিয়েছে? কমেন্টে জানান।
বাংলাদেশের রাজনীতির এমন সব তীক্ষ্ণ ও অনুসন্ধানী বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
🌐 ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: 300ashon.com
#৩০০আসন #হলফনামা_২০২৬ #রাজনীতি #অর্থনীতি #কোটিপতি_স্ত্রী #বিএনপি #জামায়াত #নির্বাচন২০২৬ #হুম্মাম_কাদের #জোনায়েদ_সাকি #আরিফুল_হক #PoliticsBD #AffidavitWealth #300Asan
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: