মাত্র - ১০০/- টাকার চিকেন বিরিয়ানিতে আনলিমিটেড রাইস, সাথে একটা চিকেন চাপ পুরো ফ্রী।
Автор: Sam tours and travels
Загружено: 2025-07-30
Просмотров: 713
বনগাঁ স্টেশন থেকে শিয়ালদাহ যাওয়ার পথে মাঝখানে ছোট্ট একটা স্টেশন পড়ে, যে স্টেশনটির নাম বিভূতিভূষণ হল্ট। আর এই স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ আর সামনেই দেখতে পাবে বড় বড় অক্ষরে লেখা পিউ বিরিয়ানি হাউস। এই দোকানের মালিক বা ওনারের নাম মৃন্ময় ভক্ত যিনি মাত্র -৮০/-টাকাতে চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছে। যেটা দেওয়া তো দূরের কথা ভাবতে গেলেই অবাক লাগে, যে মৃন্ময়দা এত অল্প টাকাতে মানুষকে বিরিয়ানি খাওয়াচ্ছে *******।
মৃন্ময় দা তার বিরিয়ানিতে কি কি ব্যবহার করছে চলো সেটাই জেনে নেবো এবার
****রাইসটা থাকছে আমিনিয়া রয়েল।
****মৃন্ময় দা তার বিরিয়ানিতে যে চিকেন টা ব্যবহার করছে।সেটা কিন্তু লোকাল চিকেন।
*****তার বিরিয়ানিতে মিডিয়াম সাইজের আলু ব্যবহার করা হয়।
এই পিউ বিরিয়ানি হাউসে মাত্র- ১০০/- টাকায় কম্বো পাওয়া যায়। যেখানে কিনা আনলিমিটেড রাইসের সাথে থাকছে এক পিস আলু আর থাকছে ১০০ থেকে ১২০ গ্রামের চিকেনের পিস এবং সর্বশেষে যেটা থাকছে একটা ৬০-৭০ গ্রাম সাইজে এক পিস চিকেন চাপ পুরো ফ্রি 😱#pizza #food #99rsbiriyani #streetfood #bongpizza #streetfoodideas #foodie #streetfoodrecipes #banglastreetfood #bengali
ঠিকানা - বিভূতিভূষণ হল্টের একটু সামনে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: