বিরহগান | Birahgaan | Official Music Video | MusicFlux
Автор: MusicFlux
Загружено: 2025-10-05
Просмотров: 55630
বিরহগান - এক নিঃসঙ্গ বিকেল, স্মৃতি আর অপেক্ষার ভেতর দিয়ে হারিয়ে যাওয়া ভালোবাসার গল্প। যদি গানটি আপনাকে ছুঁয়ে যায়, LIKE দিন, প্রিয় লাইনটি COMMENT করুন, আর SUBSCRIBE করে থাকুন MusicFlux-এর সাথে।
“Birahgaan” (Song of Separation) is a cinematic Bengali ballad by MusicFlux - a journey through longing, memory, and lost love. If this touched your heart, like, comment your favorite lyric, and subscribe for more cinematic Bengali songs.
Lyrics
শূন্য বিকেলে গোধূলির আভায়,
তোমার ছায়া মেখে থাকে বাতাসে।
প্রতীক্ষার কথায় আমার দৃষ্টি,
হারিয়ে গিয়ে খুঁজি ভালোবাসার আকাশে।
চলার পথে শুধুই প্রতিধ্বনি,
তোমার বিদায়বেলার সেই শেষ কথাগুলো।
তুমি নেই, পৃথিবী আজ একা,
বুকের ভেতর ওঠে জমাট যন্ত্রণা।
ভাঙা স্বপ্নেরা ডাকে ফেরাতে,
তবু ফেরে না সেই চেনা মুখরতা।
বিরহের সন্ধ্যা নামলে নিঃস্ব এই মনে,
তবু আশার আলো জ্বলে ওঠে হারানো দিনে।
কাগজে লেখা পুরনো চিঠিতে,
ঘুমিয়ে আছে জমে থাকা সব অনুভূতি।
প্রেমের দগ্ধ স্মৃতি ভাসে পাতায়,
গলে যায় সবুজ স্বপ্নের কাঁচা বীজটি।
রাতের নির্জন জানালায় বসে,
বুকের কান্না নীরবে ফুটে ওঠে।
তুমি নেই, পৃথিবী আজ একা,
বুকের ভেতর ওঠে জমাট যন্ত্রণা।
ভাঙা স্বপ্নেরা ডাকে ফেরাতে,
তবু ফেরে না সেই চেনা মুখরতা।
বিরহের সন্ধ্যা নামলে নিঃস্ব এই মনে,
তবু আশার আলো জ্বলে ওঠে হারানো দিনে।
নিয়েই গেলে যা কিছু চাওয়া-পাওয়া,
রয়ে গেল শুধু নীরব দীর্ঘশ্বাস।
তবু এই বিরহগান,
তোমার নামে বাজে — নিভৃতে, নীরব আশ্বাস।
💬 কোন লাইনটি আপনার হৃদয়ে গেঁথে গেছে? নিচে লিখুন ⬇️
🔔 SUBSCRIBE করুন MusicFlux-এর সাথে থাকতে।
#বাংলা_গান #CinematicMusic #BengaliBallad #EmotionalSong #BanglaSong #OfficialMusicVideo #BengaliMV #SadSong #LoveSong #Heartfelt #CinematicPop #WorldMusic #MusicVideo #বাংলা_ব্যালাড
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: