ফ্রস্ট এবং নো ফ্রস্ট ফ্রিজ কোনটি ভালো? ফ্রিজ ক্রয়ের আগে জেনে নিন।
Автор: REAL VIEW
Загружено: 2022-03-04
Просмотров: 18997
দর্শক আশা করি আপনারা আমার করা ভিডিওটি দেখেছেন।
বাজারে প্রচলিত দুই রকমের ফ্রিজ পাওয়া যায়।
একটি হচ্ছে ফ্রস্ট ফ্রিজ এবং অন্যটি হচ্ছে নন ফ্রস্ট ফ্রিজ।
বাংলাদেশের পেক্ষাপটে প্রতি 100 পিস ফ্রিজের ভিতরে 95% ফ্রিজ হচ্ছে ফ্রস্ট ফ্রিজ।
এবং বাকি 5 ভাগ ফ্রিজ হচ্ছে নন ফ্রস্ট ফ্রিজ।
নিচে ফ্রস্ট ফ্রিজ এর উপকারিতা এবং অপকারিতা গুলো তুলে ধরা হলো।
১/😄 ফ্রস্ট ফ্রিজ এ দুই থেকে তিন দিন পর্যন্ত মাছ-মাংস সবকিছু ভালো থাকে।
২/😄 যে সকল এলাকায় বিদ্যুতের মারাত্মক সমস্যা রয়েছে তারা ফ্রস্ট ফ্রিজ ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে।
৩/😄 ফ্রস্ট ফ্রিজের দাম নন ফ্রস্ট ফ্রিজের দামের তুলনায় অনেক কম বিধায় এই ফ্রিজ ক্রয় করা সাধ্যের ভিতরে হয়ে থাকে।
৪/😭 ফ্রস্ট ফ্রিজ এ দীর্ঘক্ষন বিদ্যুৎ না থাকার পরে এর ভিতরে জমে থাকা বরফ গলতে শুরু করে এবং নিচের ট্রে ভর্তি হয়ে পানি বের হতে থাকে।
৫/😭 ফ্রস্ট ফ্রিজে দীর্ঘদিন রাখা খাবারের গুণগত মান অনেকটাই খারাপ হয়ে যায়। হয়তো মাছ মাংস গুলো উপর থেকে খুব শক্ত পোক্ত এবং ভালো দেখালেও এর পুষ্টিগুণঃ অনেক ক্ষেত্রেই রাস পায়।
৬/😭 অতিরিক্ত বড় হওয়ার কারণে ফ্রস্ট ফ্রিজের ভিতরে রাখা মাছ মাংস বা পণ্য ফ্রিজের গায়ের সাথে শক্ত হয়ে লেগে যায় এতে করে যখন পণ্যঃ বের করা লাগে তখন অনেক কষ্ট করে বের করতে হয়।
৭/😭 ফ্রস্ট ফ্রিজের ভিতরে কিছুদিন যেতে না যেতেই ব্যাপক বাজে আকারের দুর্গন্ধ হয়ে যায় যা অত্যন্ত বিব্রতকর।
৮/😭 মাঝেমাঝেই পানি ঘেমে ঘেমে পড়ার কারণে ফ্রস্ট ফ্রিজ গুলোর নিচের অংশ খুবই তাড়াতাড়ি জং ধরে যায় এবং ফ্রিজ গুলো একটা সময় অকেজো হয়ে পড়ে।
♥️♥️♥️♥️♥️♥️♥️
👇👇👇👇👇
চলুন এবার আমরা জেনে নেই নন ফ্রস্ট ফ্রিজের উপকারিতা এবং অপকারিতা
১/😃 নন ফ্রস্ট ফ্রিজ এর ভিতরে কোন ধরনের কোন অতিরিক্ত বরফ জমে না।
২/😃 অতিরিক্ত বরফ না জমার কারণে শুধুমাত্র ভেতরে রাখা পণ্যগুলি শক্ত হয়ে থাকবে
৩/😃 নন ফ্রস্ট ফ্রিজ এ অতিরিক্ত বরফ না হওয়ার কারণে যে কোন সময় ভেতর থেকে মাছ মাংস বের করা খুবই সহজ।
৪/😃 নন ফ্রস্ট ফ্রিজ এ খাবারের গুণগত মান তুলনামূলকভাবে ফ্রস্ট ফ্রিজের চেয়ে অনেকাংশে ভালো থাকে।
৫/😃 নন ফ্রস্ট ফ্রিজ এর নিচ দিয়ে পানি পড়ার কোন সম্ভাবনা নাই।
৬/😃 অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় নন ফ্রস্ট ফ্রিজের ভিতরে কোন ধরনের কোনো বাজে দুর্গন্ধ তৈরি হয় না।
৭/😭 নন ফ্রস্ট ফ্রিজের দাম ফ্রস্ট ফ্রিজের চেয়েও কোম্পানিভেদে অনেকাংশেই বেশি।
৮/😃 নন ফ্রস্ট ফ্রিজ সর্বোচ্চ এক থেকে দেড় দিন পর্যন্ত পণ্য বা মাছ-মাংস এগুলো ভালো থাকে।
৮/😭 এক থেকে দেড় দিনের উপরে যদি বিদ্যুৎ না থাকে তাহলে নন ফ্রস্ট ফ্রিজ এর ভিতর রাখা পণ্যগুলি নষ্ট হয়ে যাবে।
৯/🤣🤣 নন ফ্রস্ট ফ্রিজের লাইফটাইম ফ্রস্ট ফ্রিজ এর চেয়েও অনেক বেশী হয়ে থাকে কারণ অতিরিক্ত পানি না ঘামার কারণে এর নিচের দিকে কোন ধরনের কোনো জং সহজে পড়ে না।
♥️♥️
আপনারা যদি আমাকে বলেন আমার মতে কোনটি ভাল হবে তবে আমি বলব যদি বাজেটের সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনার নন ফ্রস্ট ফ্রিজ টি কেনা উত্তম হবে
♥️♥️
সুতরাং যারা ফ্রিজ কিনবেন বলে ভাবছেন তারা এই বিষয়গুলো মাথায় রেখে ফ্রিজ ক্রয় করবেন।
আমার এই ভিডিও অথবা ডেসক্রিপশন বক্সে লেখা দেখেও যদি কোন সমস্যা ফিল করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আমরা চেষ্টা করব সাধ্যের ভিতরে সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার জন্য।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওগুলো বন্ধু-বান্ধবের মাঝে অথবা আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করবেন
এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমাদের পাশেই থাকবেন।
#frost vs #nofrost #refrigerator #review #bangla #real #view #realview #ফ্রিজ #রেফ্রিজারেটর #ভালো #মন্দ #sharp #hitachi #conion #walton #marcel #panasonic #singer #fisher&payckel #jamuna #
Difference Between Frost and No Frost Refrigerator. ফ্রস্ট এবং ননফ্রস্ট ফ্রিজ এর পার্থক্য।
Which Refrigerator you should buy? Frost or No Frost?
ফ্রস্ট এবং নো ফ্রস্ট ফ্রিজ কোনটি ভালো? ফ্রিজ ক্রয়ের আগে জেনে নিন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: